ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

দূর হলো দ্বন্দ্ব, অন্যদিকে ভুটানে অনুশীলনে ব্যস্ত সাবিনা-সুমাইয়ারা

অবশেষে বাটলারের অনুশীলনে বিদ্রোহী ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৫৪, ৯ এপ্রিল ২০২৫

অবশেষে বাটলারের অনুশীলনে বিদ্রোহী ফুটবলাররা

মঙ্গলবার ভুটানে পারো এফসির অনুশীলনে বাংলাদেশের মাতসুশিমা সুমাইয়া

৬৮ দিন পর অবশেষে ‘তর্জন-গর্জন’ থামলো ১৮ বিদ্রোহী ফুটবলারদের মধ্যে ১৩ ফুটবলারের। কেননা মঙ্গলবার তারা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করেছেন। যদিও আগেরদিনই এই ব্রিটিশ কোচের সঙ্গে আলোচনায় বসে অনুশীলনে ফেরার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলেন। 
মঙ্গলবার জিম সেশনের পর সকাল ৬টায় ধানমন্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করে জাতীয় নারী ফুটবল দল, যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৩ ফুটবলার উপস্থিত ছিলেন। বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা, মনিকা, সুমাইয়া ও সাবিনা বর্তমানে ভুটানে আছেন। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলবেন তারা।

এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুনের মঙ্গলবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা। বাকি ১৩ জন শিউলি, সাগরিকা, রূপনা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা, নিলুফা, মাসুরা, মারিয়া, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা, স্বর্ণা, সাথী ও নাসরিন অনুশীলনে ফেরেন।
এদিকে ভুটানের নারী ফুটবল লিগে আরও ছয় বাংলাদেশী ফুটবলারের খেলা নিশ্চিত হয়েছে। এ নিয়ে এক ১০ খেলোয়াড়ের এই লিগে খেলা চূড়ান্ত হলো। ১১ এপ্রিল যাওয়ার কথা রয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রূপনা চাকমার। এছাড়া সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র খেলবেন থিম্পু সিটির হয়ে আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে কৃষ্ণা রানী।

×