
তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে ২ টেস্টের সিরিজ চলতি মাসের শেষদিকে শুরু। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু। তাই সিলেটে ১৩ এপ্রিল থেকে স্বাগতিক বাংলাদেশের টেস্ট দল অনুশীলন ক্যাম্প করবে। মঙ্গলবার সিলেট টেস্টের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে বেশ কিছু পরিবর্তন আছে।
ইনজুরি সমস্যায় ডানহাতি পেসার তাসকিন আহমেদ নেই প্রথম টেস্টের দলে। তার বদলে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী তানজিম হাসান সাকিব। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুরোপুরি খেলার ছাড়পত্র পাওয়ায় লিটন কুমার দাস নেই। আর সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন। ১৫ এপ্রিল আসবে জিম্বাবুয়ে দল, সিলেটের পর ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজের দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিস্তারিত জানিয়েছেন।
শান্তর নেতৃত্বে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে মঙ্গলবার দুপুরে। ১৩ এপ্রিল সিলেটে এই সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা। ক্যাম্পটি ১১ এপ্রিল শুরুর কথা থাকলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রাথমিক পর্বের ম্যাচ থাকায় দু’দিন পেছানো হয়েছে। ডিপিএলের প্রাথমিক পর্ব শেষ হবে ১৩ এপ্রিল। সেদিন থেকেই অনুশীলন ক্যাম্প শুরু। জিম্বাবুয়ে দল আসবে ১৫ এপ্রিল।
সিলেটে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। আর ২৮ এপ্রিল চট্টগ্রামে মাঠে গড়াবে দ্বিতীয়টি। সিরিজের প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে তরুন পেসার তানজিমকে। ১০ ওয়ানডে ও ১৮ টি২০ খেলেছেন বাংলাদেশের জার্সিতে। উভয় ফরম্যাটে প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। এবার সাদা পোশাকের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ তার। যদিও একাদশে জায়গা পাওয়ার জন্য তাকে লড়তে হবে হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে। তাই খেলার সম্ভাবনা ক্ষীণ।
তাসকিন ছাড়াও এই সিরিজে খেলবেন না উইকেটরক্ষক ব্যাটার লিটন। তাকে আসন্ন পিএসএল পুরো আসর খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। মঙ্গলবার সকালেই তিনি পাকিস্তান রওনা হয়েছেন। তাই দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া জাকের আলী অনিকও আছেন। গত বছর নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
সেখানে ছিলেন না অভিজ্ঞ মুশফিক। তিনি ফিরেছেন। প্রায় ৫ মাস পর আবার টেস্ট ম্যাচ। তাই লিপু বলেছেন,‘চার-সাড়ে চার মাস পর আমরা টেস্টে ফিরছি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট সিরিজ আছে। এজন্য আমরা চাচ্ছি না এখানে কোনো পরীক্ষা করতে। লিটন দাস পিএসএলে খেলতে যাওয়ার কারণে সেখানে একটা সুযোগ তৈরি হয়েছে। নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি পিএসএল খেলার জন্য।
সেখানেও সুযোগ আছে অন্য কারও।’ নাহিদ প্রথম টেস্ট খেলে পিএসএলে যোগ দেবেন। ঘরের মাটিতে সর্বশেষ দুই সিরিজে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সবমিলিয়ে দেশের মাঠে সর্বশেষ ৫ টেস্টেই পরাজয়। তাই লিপু বলেছেন,‘একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ফলাফল আকাক্সিক্ষত ছিল না। অথচ পাকিস্তানে আমরা স্মরণকালের সেরা সাফল্য পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও আমরা টেস্ট জয়ের সুবাতাস পেয়েছি। গত এক বছরে তুলনামূলকভাবে দেশের (মাঠে) পারফর্ম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণেই আমরা জিম্বাবুয়ের সঙ্গে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি।’
প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড ॥ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।