ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ক্রীড়াঙ্গনে নবজাগরণে ইস্কাটন সবুজ সংঘ

নাজমুল আমিন কিরণ

প্রকাশিত: ০১:৩৭, ৯ এপ্রিল ২০২৫

ক্রীড়াঙ্গনে নবজাগরণে ইস্কাটন সবুজ সংঘ

গত ৫ এপ্রিল ইস্কাটন ক্লাবে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান ও গুণী ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান

ঘরোয়া খেলাধূলায় বিশেষ করে ফুটবল ও ক্রিকেটে এক সময় সাড়া জাগানো ইস্কাটন সবুজ সংঘ ক্লাব পরবর্তীতে পরিচালনায় অদক্ষতার কারণে মরচে পড়ে যায়। যে কারণে নিজেদের হারিয়ে খুঁজছিল ক্লাবটি। অযতেœ অবহেলায় ক্লাবটির কার্যক্রম একপ্রকার নিভেই গিয়েছিল! অথচ লিগ ফুটবলে অনন্য এক কীর্তি গড়ে  রেকর্ডের পাতায় নাম লিখিয়ে রাখে তারুণ্যেদীপ্ত ইস্কাটন সবুজ সংঘ।

একমাত্র ইস্কাটন সবুজ সংঘ ক্লাবই প্রথমবার তৃতীয় বিভাগে নাম লিখিয়েই টানা চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ ফুটবল আসরে ওঠে আসে। শুধু কি তাই, সিনিয়র ফুটবলে স্বাধীনতা দিবস ফুটবল আসরে প্রথম খেলতে নেমেই ওই সময়ের শক্তিশালী দল ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে রীতিমতো চমক সৃষ্টি করে ফুটবল প্রেমিকদের মন জয় করে নিয়েছিল।
সময়ের পরিক্রমায় কিছু অদক্ষ কর্তার হাতে পড়ে নিজেদের হারিয়ে ফেলা সেই ক্লাবটির আঙিনায় ৫ এপ্রিল সন্ধ্যায় সাবেক তারকা খেলোয়াড়দের জাঁকজমক এক মিলনমেলায় পরিণত হয়। ক্লাবের নতুন সভাপতি মো. সুজাউদ্দিন, ক্লাব সেক্রেটারি মীর আকতারউদ্দিন আহমেদ মনু, প্রধান সমন্বয়ক ক্লাবটির এক সময়ের ফুটবল-ক্রিকেট কোচ নিবেদিতপ্রাণ সংগঠক সবার প্রিয়ভাজন আকবর বাবুল, ক্লাবের সাবেক খেলোয়াড় জাতীয় ক্রিকেট দলের সাবেক দলনায়ক ও বিসিবি সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইস্কাটনের হয়ে খেলা জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা ওপেনার মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুত, সজল, শোভন, শ্যামল, শরিফুল, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক নিজামসহ একঝাঁক মুখকে নিয়ে নব জাগরণের মাঝে নতুন করে পথচলার জন্য নতুন শপথ নিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে এক সময়ের সুপ্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠন ইস্কাটন সবুজ সংঘ। ক্রিকেট এবং ফুটবলে নতুন করে নাম লিখিয়ে নব উদ্যোমে পথ চলতে শুরু করতে যাচ্ছে ইস্কাটন সবুজ সংঘ দলটি।
এ বছর তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট দিয়েই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে ক্লাবটি। রাজশাহীতে জাতীয় ক্রিকেট দলের সাবেক দলনায়ক খ্যাতিমান কোচ সুজনের তত্ত্ববধানে একাডেমীতে বেড়ে ওঠা ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে গড়ে তোলা ক্লাবটির উঠতি প্রতিভাবান ক্রিকেটারদের উজ্জীবিত করতে ইস্কাটন ক্লাব প্যাভেলিয়নে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান ও গুনী ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত দেশের ফুটবলের অন্যতম সাবেক তারকা স্ট্রাইকার এনায়েত, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশেল হয়ে প্রথম হাফসেঞ্চুরি করা ক্রিকেটার আজহার হোসেন সান্টু, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিবি পরিচালক বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুত, হান্নান সরকার, এহসানুল হক সেজান, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, আইসিসি প্যানেল আম্পায়ার শরফুদৌলা ইবনে শহীদ সৈকত, জাতীয় যুব দলের সাবেক ক্রিকেটার এবং ইস্কাটনের সাবেক ফুটবলার জিয়াউদ্দিন শোভন, সাবেক ক্রিকেটার আমির বাবু, বাংলাদেশ সবুজ দলের সাবেক কোচ সাজ্জাদ  হোসেন সিদ্দিকী লাভলু, ক্লাবের ও জাতীয় দলের সাবেক গোলরক্ষক নিজাম মজুমদার, সাবেক  গোলরক্ষক মিলন, জাতীয় ফুটবল দলের প্রয়াত তারকা ফুটবলার বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়, বিসিবির সাবেক পরিচালক জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি, কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক চ্যানেল২৪ এর স্পোর্টস এডিটর দিলু খন্দকার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আসিফ এবং ইস্কাটন ক্লাব সভাপতি মোহাম্মদ সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আকতার উদ্দিন আহমেদ মনু, সহ-সভাপতি ও ক্রিকেট কমিটির সেক্রেটারি মশিউল আজম সজল, যুগ্ম সম্পাদক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হাজী মো. শরিফুল ইসলামসহ পুরাতন-নতুন অনেক খেলোয়াড়-সংগঠক হাজির ছিলেন অনুষ্ঠানে।
ক্লাব ঘর ঠাসা একঝাঁক তারকার উপস্থিতি যেন মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। সফল এই আয়োজনের এক ফাঁকে সকল বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয় এবং ক্লাবের ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বছর এক ঝাঁক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নিয়ে ইস্কাটন সবুজ সংঘ মাঠে নামতে যাচ্ছে। কোচ হিমেল এবং অধিনায়ক হয়েছেন আদৃত ঘোষ। অনুষ্ঠানে অতিথিবৃন্দের সঙ্গে দলের ক্রিকেটারদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। জাতীয় দলের প্রধান নির্বাচক লিপু দলের অধিনায়ক আদৃতকে কাছে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। ভালো খেলার পরামর্শ দিয়েছেন।

তারকার মেলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ইস্কাটন ক্লাবে তার সুখগাথা স্মৃতির কথা তুলে আনেন। সুজনও একসময় এ ক্লাবে ফুটবল খেলেছেন। তার সময়ে কেমন ছিল সেই স্মৃতি, শুনেছেন আগামী দিনের তরুণ ক্রিকেটাররা।  সাবেক তারকা স্ট্রাইকার এনায়েতও তার নানা স্মৃতিকথা  মেলে ধরেন। এনায়েতের কণ্ঠ ভারী হয়ে আসে, চশমার ফাঁক গলে চোখের জল গড়িয়েছে।

তরুণ ক্রিকেটারদের উদ্দেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ওপেনার আজহার হোসেন সান্টু বলেন, ‘এখানে অনেক কিংবদন্তি  খেলোয়াড়রা উপস্থিত হয়েছেন। সবাইকে দেখে নিজেদের মাঝে শক্তি সঞ্চয় করও। তারকা হওয়ার সংকল্প মনের মধ্যে বপন করও। তোমরাও একদিন উনাদের মতো বড় ক্রিকেটার হতে পারবে। সেই  চেষ্টাটাই অনেক পরিশ্রমের মাঝে মন দিয়ে করতে হবে। ক্লাবের ক্রিকেট সম্পাদক মশিউল আজম তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ফ্যামিলির কথা চিন্তা করতে হবে না। আমরা সে দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত থাকব।’ 
ইস্কাটন সবুজ সংঘের ডেরায় অনেক ক্রিকেটার-ফুটবলার উঠে এসেছে। অনেকেই একসময় ইস্কাটন ক্লাবের হয়ে খেলে পরিবর্তী সময়ে তারকা খ্যাতি পেয়ে জাতীয় দলে খেলেছেন। আলাদা করে তুলে ধরতে হয় জাতীয় দলের হয়ে খেলা ফুটবলার আরমান মিয়া, গোলরক্ষক নিজাম, মিলন, শাহাজ উদ্দিন টিপু, মিন্টু, মিজানুর রহমান ডন, রুহুল আমিন, জাতীয় যুব দলের মিজান, আক্কু এবং অন্যান্য পরিচিত ছিলেন ওয়াকিল, গোলকিপার মিনার, দীলিপ, শরীফ, লিটু, আক্কু, শ্যামল, শোভন।

এছাড়া জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মাঝে উল্লেখযোগ্য অপি, বিদ্যুত, আজম ইকবাল, তাপস বৈষ্য, মেহেদী হাসান মিরাজ। একসময় ক্রিকেট মাঠ দারুণভাবে মাতিয়ে রাখা মেহরাব  হোসেন অপি ইস্কাটন সবুজ সংঘের জমকালো পুরো অনুষ্ঠানটি দারুণ উপস্থাপনা করে তার আরেক লুকানো প্রতিভাই যেন প্রকাশ করেন।

না বললেই নয় ক্লাবটিকে জাগিয়ে তুলতে এবং ক্লাব কর্তা ও খেলোয়াড়দের অনুপ্রাণিত ও প্রাণের সঞ্চার করতে অনুষ্ঠানটির উদ্যোক্তা মূল কারিগরটিই ছিলেন ক্লাবটির প্রধান সমন্বয়ক নিবেদিতপ্রাণ সংগঠক, সবার প্রিয় মুখ আকবর বাবুল।

×