ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

টেস্ট দলে তাসকিন, লিটন নেই

জিম্বাবুয়ের বিপক্ষে এক সাকিব নেই, আছেন আরেক সাকিব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:২৩, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৭, ৮ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে এক সাকিব নেই, আছেন আরেক সাকিব

ছবি: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে নেই সাকিব আল হাসান। প্রথমবার টেস্টে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব

বাংলাদেশের ক্রিকেটে ক্রমেই অতীত হয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ছিলেন না তিনি। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হওয়া সর্বশেষ টেস্ট সিরিজেও খেলতে পারেননি। তার পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না।

এবার জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ২ টেস্টের হোম সিরিজে সাকিবকে নিয়ে আলোচনাই নেই। আজ প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে সাকিব আল হাসান নেই। তবে প্রথমবারের মতো টেস্টে সুযোগ পেয়েছেন আরেক সাকিব। ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে টেস্ট দলে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে আজ দুপুরে। ১৩ এপ্রিল সিলেটে এই সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা। ওই দিনই চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) প্রাথমিক পর্ব শেষ হবে। আর জিম্বাবুয়ে দল আসবে ১৫ এপ্রিল। সিলেটে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। আর ২৮ এপ্রিল চট্টগ্রামে মাঠে গড়াবে দ্বিতীয়টি।

তানজিম হাসান সাকিব ইতোমধ্যেই স্বল্প পরিসরের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। তাকে এবারই প্রথম টেস্ট দলে নেওয়ার মূল কারণ অপরিহার্য পেসার তাসকিন আহমেদের না থাকা। ডানহাতি এই পেসারের বাঁ পায়ের গোড়ালিতে সমস্যা রয়েছে। তাই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে তাকে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

২২ বছর বয়সী তানজিম ১০ ওয়ানডে ও ১৮ টি২০ খেলেছেন বাংলাদেশের জার্সিতে। উভয় ফরম্যাটে প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। এবার সাদা পোশাকের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ তার।

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় এতোদিন নিষেধাজ্ঞা ছিল। কিন্তু গত ১৯ মার্চ তিনি বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। তৃতীয় দফা বোলিং পরীক্ষায় পাস করেছেন তিনি। তবে বাংলাদেশের ক্রিকেটে তার ফেরার বিষয়ে কেউ কোনো আলোচনা করেননি এবার জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড ঘোষণার আগে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন এ অলরাউন্ডার। কিন্তু রাজনৈতিক কারণে দেশেই ফিরতে পারেননি। এরপর তো বোলিং অ্যাকশনের জন্য বিবেচিতই হননি।

তাসকিন ছাড়াও এই সিরিজে খেলবেন না উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তাকে আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরো আসর খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। মঙ্গলবার সকালেই তিনি পাকিস্তান রওনা হয়েছেন। তাই দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া জাকের আলী অনিকও আছেন।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে প্রায় ৬ মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে ছিলেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনি ফিরেছেন টেস্ট দলে। ২০ এপ্রিল শুরু দুই টেস্টের সিরিজটি।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

মামুন/রাকিব

×