
ছবি: সংগৃহীত
মরক্কোয় ক্রিশ্চিয়ানো রোনালদোর মালিকানাধীন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার, দেশের পশ্চিমাঞ্চলীয় শহর মারাকেশে অবস্থিত পেস্টানা সিআরসেভেন মারাকেশ হোটেলের একটি কক্ষে আগুন লেগে যায়।
মরোক্কো ওয়ার্ড নিউজের খবরে জানানো হয়, এই অগ্নিকাণ্ডে রোনালদো কোনো বড় ক্ষতির সম্মুখীন হননি। হোটেলের রেসপন্স টিম ও জরুরি সেবা দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে আগুন আর ছড়িয়ে পড়েনি।
হোটেল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি এবং জিনিসপত্র সরানোর প্রয়োজন হয়নি। সব নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর করা হয়েছিল, যার ফলে অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
বর্তমানে হোটেলটি পূর্ণাঙ্গভাবে সচল রয়েছে এবং আগের মতোই অতিথিদের সেবা প্রদান করছে।
২০১৯ সালে মারাকেশ শহরের কেন্দ্রস্থলে পেস্টানা সিআরসেভেন মারাকেশ নামে বিলাসবহুল হোটেলটি চালু হয়। এটি রোনালদো এবং পেস্টানা হোটেল গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। হোটেলটি আধুনিক ডিজাইন এবং মরোক্কান সংস্কৃতির সংমিশ্রণে তৈরি, যেখানে রয়েছে প্রশস্ত কক্ষ, একটি ছাদ টেরেস, ফিটনেস সেন্টার ও সুইমিং পুল।
শিহাব