
ছবিঃ সংগৃহীত
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন বাংলাদেশের আলোচিত অলরাউন্ডার নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নেমেই নিজের প্রত্যাবর্তনের দিনে আক্ষেপের সুরে বললেন নির্বাচকদের উপেক্ষার কথা। তার অভিযোগ, নির্বাচকদের পছন্দের তালিকায় না থাকায় বাংলাদেশের জাতীয় দলে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি।
দেড় বছর নিষিদ্ধ থাকার পর মুক্তি পেয়েই মাঠে নামেন নাসির। মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমে দারুণ বল করেন—নেন একটি উইকেট, ব্যাট হাতে করেন ৯ রান। বললেন, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে চান তিনি, আর স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে ফেরার।
একসময় ‘ফিনিশার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ও কোচ হাতুরাসিংহের সঙ্গে দূরত্ব তাকে পিছিয়ে দেয়।
এ প্রসঙ্গে নাসির বলেন, “দুই বছর পর পর কোচ চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে, দুই বছর পর এখানে আরেকজন আসলে তার চোখে সে ভালো লাগতে পারে। আপনি যদি নয়-দশ বছর ধরে একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না, তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল। আমি মনে করি আমার ক্ষেত্রেও এই জিনিসটা ঘটেছে।”
দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও ব্যক্তিগত জীবনের নানা ইস্যুতে বারবার আলোচনায় এসেছেন নাসির হোসেন। তবে এসব সমালোচনা কখনোই গায়ে মাখেননি তিনি।
নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “যাদের নাম হয় তাদের বদনামও হয়, এটাই স্বাভাবিক। আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম, ভালোই ছিলাম। আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না। আমি ইনডিসিপ্লিন ছিলাম না।”
ইমরান