ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের ক্রিকেটে নাসির

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৫, ৮ এপ্রিল ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের ক্রিকেটে নাসির

নাসির

২০২১ সালে আবুধাবি টি২০ লিগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির হোসেন। তথ্য গোপন করায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞার অন্যান্য শর্তে সন্তুষ্ট করে ২০২৫ সালের ৭ এপ্রিল তার ক্রিকেটে ফেরার কথা ছিল।

সময় ক্ষেপণ না করে সোমবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের জার্সিতে মাঠে নেমে পড়েন ৩৩ বছর বয়সী তারকা অলরাউন্ডার । ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৯ রান। তার দল পায় ৮ উইকেটের জয়। তবে ম্যাচে ছাপিয়ে আলোচনায় নাসিরের ফেরা। 
দীর্ঘদিন পর মাঠে ফিরে কেমন লাগছে?,‘অবশ্যই ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগতেছে অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো।’ ম্যাচ শেষে বলছিলে নাসির। মাঠের বাইরে এই দেড় বছর কেমন কেটেছে? ‘আলহামদুলিল্লাহ। আমার একটা সন্তান আছে। পরিবার আছে। সুখে আছি। ভালো আছি।

যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক।’ আরেকটু সতর্ক হলে নাসিরের ক্যারিয়ার আরও সুন্দর হতো কি না? নাসির বলেন, ‘কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ্ যেমন ছিলাম, ভালোই ছিলাম। খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ ছিল না। ইনডিসিপ্লিন ছিলাম না। খেলাধুলায় ফাঁকি মেরেছি- তাও নয়। আর আমার জীবন আমি কীভাবে লিড করব সেটা আমার ব্যাপার।

আমার জীবন তো আপনারা বলে দেবেন না। আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। আমি যদি মাঠের ক্রিকেটে কোনো কিছু খারাপ করে থাকি, তখন আপনারা বলতে পারেন।’
২০১১ থেকে ২০১৮-এর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি২০ খেলেছেন নাসির।

×