ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

১৪ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড লিভারপুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৩, ৮ এপ্রিল ২০২৫

১৪ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড লিভারপুল

লিভারপুলের বিরুদ্ধে দলের তৃতীয় গোল করার পর ফুলহামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রডরিগো মুনিজের ব্যতিক্রমী উদ্যাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে এবার বেশ এগিয়ে লিভারপুল। বলা যেতে পারে অবিশ্বাস্য রকমের কোনো অঘটন না ঘটলে অলরেডদের ট্রফি উৎসব করাটা কেবলই সময়ের ব্যাপার। এমন সমীকরণ নিয়ে ছুটতে থাকা লিভারপুল অবশ্য রবিবার বড় এক ধাক্কা খেল। ফুলহ্যামের মাঠ থেকে যে, ৩-২ গোলে হার নিয়ে বাড়ি ফিরেছে আর্নে স্লটের দল।

সেইসঙ্গে চলতি মৌসুমে লিগে দ্বিতীয় পরাজয় দেখল লিভারপুল। ২৬ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলেও ভার্জিল-সালাহরা এখনো নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।  
অথচ ফুলহ্যামের মাঠে লিভারপুলই প্রথম এগিয়ে গিয়েছিল। ম্যাচের ১৪ মিনিটেই সফরকারীদের এগিয়ে দেন অ্যালেক্সসিস ম্যাক অ্যালিস্টার। কিন্তু গোল হজম করেই যেন জ্বলে ওঠে স্বাগতিক শিবির। নিজেদের সমর্থকদের সামনে ফুলহ্যাম তখন এতোটাই দুর্বার হয়ে ওঠে যে ম্যাচের ২৩ থেকে ৩৭; এই ১৪ মিনিটের মধ্যেই তারা ৩ বার বল জড়ায় লিভারপুলের জালে।

অর্থাৎ এই সময়েই ল-ভ- হয়ে যায় অলরেডরা। ২৩ মিনিটে প্রথম গোল করে ফুলহ্যামকে সমতায় ফেরান রায়ান সেসেগনন। ৩২ মিনিটে লিড এনে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান অ্যালেক্স আইওবি। ফলে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে লিভারপুল। সেই সুযোগে ৫ মিনিট পর অলরেডদের জালে আরও এক গোল করেন রদ্রিগো মুনিজ।

ফলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে লুইস দিয়াজ একটি গোল শোধ করলে কিছুটা আশা ফিরে লিভারপুলে। কিন্তু পরে আর গোল না হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।

×