ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আজ অনুশীলনে ফিরছেন বিদ্রোহী ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৯, ৮ এপ্রিল ২০২৫

আজ অনুশীলনে ফিরছেন বিদ্রোহী ফুটবলাররা

ঈদের ছুটির পর সোমবার প্রথম দিন জিম সেশন করেছেন নারী ফুটবলাররা

এ যেন ‘শেষ হইয়াও হইলো না শেষ’। বলা হয়েছিল সোমবার দুই পক্ষ আলোচনায় বসবে। তারপর সব মান-অভিমান, ঝামেলার অবসান ঘটবে সোমবারই। সেদিন থেকেই অনুশীলনে দেখা যাবে উভয় পক্ষ দ্রোণাচার্য এবং বহুল আলোচিত বিদ্রোহী ফুটবলারদের। বৈঠক হয়েছে ঠিকই, কিন্তু অনুশীলনে যোগ দেননি বিদ্রোহীরা। এদিকে ভুটানে লিগ খেলতে গিয়ে বিদ্রোহীদের নেতা ও তার তিন সাথী অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন।  
গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ইতি টেনেছেন ১৮ ফুটবলার। তারা অনুশীলনে ফিরতে রাজি। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে সোমবার শুরু হওয়া অনুশীলনে দেখা যায়নি সেই ফুটবলারদের কাউকেই!
১৮ বিদ্রোহী খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন এখন ভুটানে।

সেখানকার পারো ফুটবল ক্লাবের হয়ে লিগে খেলবেন তারা। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুন বাফুফের ক্যাম্পে যোগ দেননি। কেননা তার বোন অসুস্থ। এজন্য দু’দিন ছুটি নিয়েছেন তহুরা। বাকি ১৩ জন (শিউলি, সাগরিকা, রূপনা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা, নিলুফা, মাসুরা, মারিয়া, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা, স্বর্ণা, সাথী ও নাসরিন সোমবার বাফুফে ভবনে কোচ বাটলারের সঙ্গে পূর্ব নির্ধারিত সভায় মিলিত হন। মিটিং হয়েছে ৪০ মিনিটের মতো। একটি সূত্রে জানা গেছে, বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়েও মিটিংয়ে কথা হয়েছে।

যেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিয়েছে। তবে বাটলারের যুক্তি খ-াতে পারেননি বিদ্রোহীরা। ফলে নমনীয় হয়ে মাসুরারা অনুশীলনে ফেরার আশ্বাস দিয়েছেন। বাটলার ফুটবলারদের অতীতের করা কর্মকা- ভুলে যাবেন বলে কথা দিয়েছেন। পক্ষান্তরে রূপনারাও বিষয়টি ভুলে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর জানুয়ারি মাসে শুরু হওয়া ক্যাম্পের প্রথমদিন টিম মিটিংয়ে যাননি অনেকে। এরপর কোচের প্রতি অভিযোগ এনে বাফুফে সভাপতিকে চিঠির পাশাপাশি মিডিয়ার সামনে বক্তব্য রাখেন ফুটবলাররা। দুই মাসের বেশি সময় অচলাবস্থার পর আজই প্রথম দুই পক্ষ সামনাসামনি হয়েছে।
তার আগে সোমবার জিম সেশনে অংশ নেন ৩১ ফুটবলার। বাফুফের সঙ্গে চুক্তি করা ৩৬ জনের মধ্যে স্বপ্না, অর্পিতা, জয়নব, মুনকি ও কোহাতি ব্যক্তিগত কারণে এখনও ক্যাম্পে যোগ দেননি।
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতায় নাম লেখাতে ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার আগে ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে আরেকটি ফিফা উইন্ডো পাচ্ছেন মেয়েরা।

যেখানে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের। পাশাপাশি ১১ থেকে ২১ জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টগুলো সামনে রেখেই দল সাজাচ্ছেন বাটলার।
আন্দোলন করা ফুটবলারদের মধ্যে চার জন ইতোমধ্যে ভুটানে। কৃষ্ণা, সানজিদা, শামসুন্নাহার সিনিয়র মাসুরা ও রূপনারও সেখানে চলে যাবেন বলে জানা গেছে।
বাটলার বিভিন্ন সময় মিডিয়ায় কয়েকজন ফুটবলারের নাম উচ্চারণ করেছেন। তারা ফিরতে চাইলে অনুশীলন করাবেন এমন কথাও আজ বলেছেন কোচ। ফুটবলারদের সূত্রে এমনটাই জানা গেছে। আজ মঙ্গলবার আবাহনী মাঠে ভোর ৬টায় শুরু হবে অনুশীলন। সেখানেই যোগ দেওয়ার কথা কৃষ্ণাদের। ভুটানে নারী লিগে খেলতে যাওয়ার সাবিনাদের অভ্যর্থনা জানিয়েছেন ক্লাবটির কর্মকর্তারা।

×