ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

নিষিদ্ধকালের ‘বিন্দাস’ সময়!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৫২, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫৩, ৭ এপ্রিল ২০২৫

নিষিদ্ধকালের ‘বিন্দাস’ সময়!

স্ত্রী তামিমা সুলতানা তম্মির সঙ্গে নাসির হোসেন (ফাইল ছবি)

আজ সোমবার (৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা লিগের খেলায় মাঠে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স-রূপগঞ্জ টাইগার্স। তবে ম্যাচে ছাপিয়ে আলোচনায় ছিল নাসির হোসেনের ফেরা।

দীর্ঘদিন পর মাঠে ফিরে কেমন লাগছে? 'অবশ্যই ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগতেছে অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো', বলছিলেন নাসির।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির। তথ্য গোপন করায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞার অন্যান্য শর্তে সন্তুষ্ট করার প্রেক্ষিতে ২০২৫ সালের ৭ এপ্রিল তার ক্রিকেটে ফেরার কথা ছিল। সময় ক্ষেপণ না করে আজই মাঠে নেমে গেছেন।

দেড় বছর কেমন কেটেছে? 'আলহামদুলিল্লাহ। আমার একটা সন্তান আছে, পরিবার আছে। সুখে আছি, ভালো আছি। যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক। দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস ছিলাম (আনন্দ-ফুর্তিতে থাকা)। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ। খেলা মিস করেছি ঠিক আছে। তবে পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম।'

ফেরার ম্যাচে পারফরম্যান্স অবশ্য বলার মতো ছিল না। ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৯ রান। তবে শেষ পর্যন্ত তার দল জিতেছে।

নিষিদ্ধ হওয়ার আগে স্বীকৃত ক্রিকেটে সবশেষ ম্যাচটি প্রিমিয়ার লিগেই খেলেছিলেন নাসির। ফতুল্লায় ২০২৩ সালের ১৩ মে গাজী গ্রুপের বিপক্ষেই তিনি খেলেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। ২০১১ থেকে ২০১৮-এর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি২০ ম্যাচ।

মিরাজ/রাকিব

×