ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে: জাকির আলী অনিক

প্রকাশিত: ১৫:২২, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:২২, ৭ এপ্রিল ২০২৫

পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে: জাকির আলী অনিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ক্রিকেটার জাকির আলী অনিক ঈদ কেমন কাটলো, এমন প্রশ্নের জবাবে বলেন, "আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে। যদিও সময় বেশি ছিল না, প্রিমিয়ার লীগের জন্য তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে। তবে সবকিছুই ভালো কেটেছে।"

তামিম ইকবালের অসুস্থতা নিয়ে তিনি বলেন, "আমি টিভির মাধ্যমে জানলাম তামিম ভাই অসুস্থ। এটা অবশ্যই বেদনাদায়ক খবর। তবে আমি আশা করি, উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।"

নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, "যাচ্ছে ভালোই। এখন পর্যন্ত চার ইনিংস খেলেছি, আর চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো পারফরম্যান্স করতে। যাতে টিমের জন্য কিছু অবদান রাখতে পারি।"

এছাড়া, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের নিয়ে তিনি বলেন, "সবাই পঞ্চপাণ্ডব নয়, তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য অমূল্য সম্পদ। তাদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট নতুন এক পর্যায়ে পৌঁছেছিল। আমি তাদের জন্য শুভকামনা জানাই, যে যেখানেই আছেন ভালো থাকুন।"

এভাবেই ঈদ ও ক্রিকেট নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন জাকির আলী অনিক।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=sHQaIaSne7E

আবীর

×