ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩০, ৬ এপ্রিল ২০২৫

আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম

.

উন্নত চিকিৎসার জন্য আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নামেন এ বাঁহাতি ওপেনার। টসের পর মাইনর এবং পরে ফিল্ডিং করার সময় ম্যাসিভ হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর সাভারের একটি হাসপাতালে তার হার্টে রিং পরানো হয় এবং পরদিন ঢাকার একটি বিখ্যাত হাসপাতালে চিকিৎসা নেন। ২৮ মার্চ থেকে বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। আগেই জানানো হয় দীর্ঘ ভ্রমণের মতো শারীরিক অবস্থা হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। অবশেষে আজ মধ্য রাতের বিমানে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। তামিমের পরিবার থেকেই এ বিষয়টি জানানো হয়েছে। সিঙ্গাপুরে তামিমের সঙ্গে তার সহধর্মিণী আয়েশা ইকবাল, বড় ভাই নাফিস ইকবাল ও পরিবারের দুয়েকজন সদস্য যাওয়ার কথা রয়েছে।

×