ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

রহস্য রেখেই ভুটানে সাবিনারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:২৭, ৬ এপ্রিল ২০২৫

রহস্য রেখেই ভুটানে সাবিনারা

.

বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পরও বিদ্রোহী নারী ফুটবলারদের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আসেনি কোনো সিদ্ধান্ত। চুক্তি নবায়ন করা ছাড়াই ভুটান লিগ খেলতে গেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাসুরা পারভীনসহ ছয় ফুটবলার। তবে দেশ ছাড়ার আগে তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।
ঈদের ছুটি কাটিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মব্যস্ততা। ফেডারেশনে এসেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সভাপতি তাবিথ আউয়াল। তারপর বিভিন্ন এজেন্ডা নিয়ে কর্মকর্তা ও নারী ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেন তিনি। ৬ ফুটবলার খেলবেন ভুটান লিগে। তবে বয়স সংক্রান্ত জটিলতা থাকায় ডাক পেয়েও যাওয়া হচ্ছে না সাগরিকার। বাংলার মেয়েরা ভুটানের রাজধানী থিম্পুতে তারা পৌঁছানোর পর ক্লাব পারো এফসি’র কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই লক্ষ্যে বাফুফে ৫৫ জন নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে। রবিবার দুপুরের দিকে কৃষ্ণা রানী সরকারসহ আরও অনেক ফুটবলার যোগ দিয়েছেন। রাতের মধ্যেই প্রায় সবার এসে পড়ার কথা। কোচ পিটার বাটলারেরও ঢাকা আসার কথা। আজ সকাল ও বিকেল দুই বেলা জিম সেশনের সূচি আছে। দুই সেশনেই বাটলার উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করে চলছিলেন ১৮ ফুটবলার। এদের মধ্যে চার জন ভুটান গেছেন। আরও যাওয়ার সম্ভাবনা আছে। যারা ভুটান যাবেন না বা পরে যাবেন, তারা ভুটান যাওয়ার আগ পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন করবেন কি না সেটাই দেখার বিষয়।
কোচিং স্টাফ ও ফেডারেশনের ধারণা, ভুটান যাওয়ার আগ পর্যন্ত রুপ্না, মাসুরা, কৃষ্ণারা বাটলারের অনুশীলনে থাকবেন। যারা ভুটানে যাবেন না তারাও কোচের অধীনে থাকবেন। ফুটবলাররা খানিকটা নমনীয় হলেও কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি। এ বিষয়ে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি যেন আরও বাড়ে ওই আঙ্গিকে মেয়েদের বার্তা দিয়েছেন সভাপতি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মেয়ে হয়ে তোমরা খেলতে যাচ্ছো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি এখানে জড়িত। ভালো ফুটবল খেলবা।’
তবে নারী ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি নবায়ন ও পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেয়া নিয়ে কোনো আলোচনা করেননি তাবিথ আউয়াল। তাতে নারী এশিয়া কাপ বাছাইয়ে জাতীয় দলের ক্যাম্পে এই ছয় ফুটবলার থাকবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে আমিরুল ইসলাম বাবু বলেন, আমাদের শুধু একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর বাইরে আমাদের কোনো কথা হয়নি। এর বাইরে আমরা কোনো কথা বলতেও চাইনি।

×