
.
ঈদুল ফিতরের বিরতি শেষে রবিবার মাঠে গড়িয়েছে আবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। আর এদিনই রেকর্ডবুক তোলপাড় করে দিয়েছেন আবাহনী লিমিটেডের তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। বিকেএসপির ৩ নম্বর মাঠে মাত্র ২৩ বলে অপরাজিত ৬১ রান করার পথে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। মাত্র ১৫ বলেই ফিফটি পেয়ে যান তিনি। স্বীকৃত ক্রিকেটে (লিস্ট ‘এ’ ও আন্তর্জাতিক) এটি কোনো বাংলাদেশীর দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। বিশে^র লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসেই এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম অর্ধশতক। পারভেজের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দেওয়া ৮৯ রানের টার্গেট মাত্র ৬.৪ ওভারে বিনা উইকেটে পেরিয়ে যায় আবাহনী। ১০ উইকেটের জয়ে ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিকেএসপির ৪ নম্বর মাঠে ধানম-ি স্পোর্টস ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। আর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে।
মিরপুরে প্রাইম ব্যাংক আগে ব্যাট করতে নেমে এবাদত হোসেন ও তাইজুল ইসলামের ভয়ানক বোলিংয়ে মাত্র ৩২.২ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায়। এবাদতের পেসে দিশেহারা হয়ে মাত্র ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে এরপর শামীম হোসেন পাটোয়ারী মাত্র ৬১ বলে ১০ চার, ৪ ছক্কায় ৮৯ রান করলে শতরান পেরিয়েছে প্রাইম ব্যাংক। এবাদত ৭ ওভারে ১ মেডেনে ২৭ রানে ৩টি ও তাইজুল ৩.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে মোহামেডানও হাসান মাহমুদের পেস দাপটে ৬৪ রানেই ৪ উইকেট হারায়। এরপর হাল ধরে মেহেদি হাসান মিরাজ ৫৫ বলে ৭ চার, ২ ছয়ে ৬৭ ও অধিনায়ক তাওহিদ হৃদয় ৫৫ বলে ৭ চার, ২ ছয়ে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেললে ২০ ওভার বাকি থাকতেই জয় পায় মোহামেডান। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তোলে তারা। হাসান ৮ ওভারে ১ মেডেনে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। বিকেএসপির ৩ নম্বর মাঠের উইকেট ভেজা থাকায় ৩১ ওভারে নেমে আসা ম্যাচে শাইনপুকুর ২৫.৪ ওভারে গুটিয়ে যায় ৮৮ রানে। ১৭ রানেই ৫ উইকেট হারানোর পর মিনহাজুল আবেদিন ৫৫ বলে ৪ চারে ৩৮ রান করেন। ৬ ওভারে ১ মেডেনে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। দুটি করে উইকেট নেন রিপন ম-ল ও রাকিবুল হাসান। জবাব দিতে নেমে পারভেজের ঝড়ে মাত্র ৪০ বলেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় আবাহনী বিনা উইকেটে ৮৯ রান তুলে। পারভেজ ১৫ বলেই ফিফটি পেরিয়ে রেকর্ড গড়েন।
এর আগে বাংলাদেশী হিসেবে ১৮ বলে ফিফটির রেকর্ড ছিল ২০১৯ সালে ফরহাদ রেজার। প্রাইম দোলেশ^রের হয়ে তিনি ধানম-ির বিপক্ষে সেই রেকর্ড গড়েন। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিকসহ স্বীকৃত ওয়ানডেতে সেটাই এতদিন ছিল দ্রুততম। এছাড়া পাকিস্তানের শহীদ আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে ১৮ বলেই ফিফটি করেন। লিস্ট ‘এ’ ইতিহাসে পারভেজ চতুর্থ দ্রুততম ফিফটি করেছেন। ১২, ১৩ ও ১৪ বলে একটি করে ফিফটি আছে। আর ১৫ বলে ফিফটি আছে পারভেজসহ ৩ জনের। বিকেএসপির ৪ নম্বর মাঠে ধানম-ি ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৮ রান করে। ফজলে রাব্বি ৯১ বলে ৫ চার, ৩ ছয়ে ৬৫ ও হাবিবুর রহমান সোহান ৩৬ বলে ৬ চারে ৩২ রান করেন। ৩টি করে উইকেট নেন আসাদুজ্জামান পায়েল ও মেহেদি হাসান। জবাব দিতে নেমে দারুণ লড়াইয়ের পর ২ বল বাকি থাকতে ৪৯.৪ ওভারে ৮ উইকেটে ২৫৯ রান তুলে জয় পায় গুলশান। নাঈম ইসলাম ৬৭ বলে ৬ চারে, ১ ছয়ে ৬৮, খালিদ হাসান ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ এবং আজিজুল হাকিম তামিম ৮৭ বলে ২ চারে ৩৯ রান করেন।