ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ভুটানে গিয়েই অনুশীলনে নামলেন সাবিনারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৩২, ৬ এপ্রিল ২০২৫

ভুটানে গিয়েই অনুশীলনে নামলেন সাবিনারা

আজ ভুটানের থিম্পুতে যেয়েই ক্লাব পারো এফসির হয়ে অনুশীলনে নেমে পড়েছেন সুমাইয়া, ঋতুপর্ণা, সাবিনা, মনিকারা। ছবি : ফেসবুক

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও চুক্তি নবায়ন ছাড়াই ভুটান লিগে অংশ নিতে দেশ ছেড়েছেন ছয় বিদ্রোহী নারী ফুটবলার। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাসুরা পারভীনসহ অন্যরা এখন থিম্পুতে অবস্থান করছেন এবং ক্লাব পারো এফসি'র হয়ে অনুশীলন শুরু করেছেন।

ঈদের ছুটির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) শুরু হয়েছে পুরোদমে কার্যক্রম। গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিদ্রোহী ফুটবলারদের নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ফেডারেশনের পক্ষ থেকে ফুটবলারদের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ৫৫ জন নারী ফুটবলারকে ডেকেছে বাফুফে। রোববার ক্যাম্পে যোগ দিয়েছেন কৃষ্ণা রানী সরকারসহ অনেকেই। রাতের মধ্যেই প্রায় সবাই ক্যাম্পে পৌঁছে যাবেন বলে জানা গেছে। সোমবার সকাল ও বিকেলে দুই দফা জিম সেশন অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রধান কোচ পিটার বাটলার।

তবে বাটলারকে বয়কট করা ১৮ ফুটবলারের মধ্যে চারজন ইতিমধ্যেই ভুটানে চলে গেছেন। বাকিদের কেউ কেউ যেতে পারেন, আবার কেউ হয়তো ক্যাম্পে অনুশীলনে অংশ নেবেন—তা সময়ই বলে দেবে।

জাহিদুল আলম জয়/নুসরাত

×