
দুঃসময়ে বুমরাহকে পেয়ে উচ্ছসিত মুম্বাই শিবির
সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমী এবং মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের জন্য। অবশেষে চোট সারিয়ে ফিরছেন তারকা পেসার জাশপ্রিত বুমরাহ। আইপিএলে এবার নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে ধুঁকতে এমআইর জন্য বড় প্রেরণার খবর এটি। বড় তারকাকে স্বাগত জানিয়ে রোহিত, পান্ডিয়াদের মুম্বাই লিখেছে,‘দ্য লায়ন ইজ ব্যাক।’
গোটা আইপিএল ক্যারিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সেই খেলেছেন বুমরাহ। আলাদা করে তবু তাকে স্বাগত জানানোর কারণ, চোট কাটিয়ে দলে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী ফাস্ট বোলার। ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েই দলে যোগ দিয়েছেন বুমরাহ।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটে আর খেলতে পারেননি বুমরাহ। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়ার আশা করলেও শেষ পর্যন্ত দলের সেরা বোলারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় রোহিত শার্মার দল।
বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে পুনবার্সনে থাকা বুমরাহকে নিয়ে সুখবর আসেনি সেই আসর শেষেও। আইপিএলের শুরুর ম্যাচগুলিতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। অবশেষে এখন তিনি মাঠে ফেরার কাছে।
আগামিকাল (সোমবার) ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাকে খেলানোর সম্ভাবনা অবশ্য সামান্যই। ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি।
২০১৩ সালে আইপিএল ক্যারিয়ারের শুরু থেকে এই দলেই খেলেছেন বুমরাহ। ২০২৩ আসরে তিনি খেলতে পারেননি চোটের কারণে। আইপিএলে মুম্বাইয়ের হয়ে ১৩৩ ম্যাচে তার শিকার ১৬৫ উইকেট।
মিরাজ /রাজু