
৩৭১ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন টম ব্যান্টন
ইংলিশ কাউন্টি ক্রিকেটের দেড়শ’ বছরের ইতিহাসে সমারসেটের হয়ে আর কোনো ক্রিকেটার যে উচ্চতায় পৌঁছাতে পারেননি, সেই পাহাড় ছুঁয়েছেন টম ব্যান্টন। টনটনে উরচেস্টারশায়ারের বিপক্ষে চার দিনের ম্যাচে রবিবার তৃতীয় দিনে শেষ পর্যন্ত থেমেছেন ৩৭১ রানে, যা ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
এতদিন সমারসেটের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল জাস্টিন ল্যাঙ্গারের। ২০০৬ সালে সারের বিপক্ষে কাউন্টি ম্যাচে ৩৪২ রান করেছিলেন সাবেক অজি তারকা। ল্যাঙ্গারের ১৯ বছরের পুরনো রেকর্ডটি দ্বিতীয় দিনেই ভেঙেছেন ব্যান্টন, ৪০৩ বলের ইনিংসে ৫৬ চার ও ২ ছক্কা মেরে থেমেছেন। সমারসেটের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা মাত্র অষ্টম ব্যাটসম্যান ব্যান্টন। সবশেষটি করেছিলেন জেমস হিলড্রেথ, ২০০৯ সালে।
সমারসেটের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা মাত্র অষ্টম ব্যাটসম্যান ব্যান্টন। সবশেষটি করেছিলেন জেমস হিলড্রেথ, ২০০৯ সালে। এবারের কাউন্টি মৌসুমের প্রথম রাউন্ডেই এমন তোলপাড় ফেলে দিলেন ব্যান্টন।
অথচ ইংলিশ ক্রিকেটে বা বিশ্ব ক্রিকেটে তার মূল পরিচিতি সীমিত ওভারের বিশেষজ্ঞ হিসেবে। আরও নির্দিষ্ট করে বললে, টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে। এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি ছিল তিনটি, কিন্তু বিশ ওভারের ক্রিকেটে শতরান করে ফেলেছেন চারটি।
ইংল্যান্ডের হয়ে সাতটি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন।
মিরাজ/শহীদ