ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কুষ্টিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক লিংকন ও সচিব সালাহ্ উদ্দিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৭, ৬ এপ্রিল ২০২৫

কুষ্টিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক লিংকন ও সচিব সালাহ্ উদ্দিন

ছবি: জনকণ্ঠ

কুষ্টিয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রসংসদের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফজলুল ওয়াহিদ লিংকন। আর সদস্য সচিব হয়েছেন কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রসংসদের সাবেক প্রো-ভিপি ও বর্তমানে কুষ্টিয়া আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ্ উদ্দিন। 

রবিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্টি আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকার তেজগাঁওয়ের বিজয় স্মরণীতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদ। 

কেন্দ্র ঘোষিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। কমিটিতে বিভিন্ন পদে কুষ্টিয়ার ছয় উপজেলার ৩১ জন জায়গা পেয়েছেন। ফজলুল ওয়াহিদ ও সালাহ্ উদ্দিন আহবায়ক ও সদস্য সচিব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কুষ্টিয়ার বিএনপির রাজনীতিবিদরা। দু'জনই কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কৃতি সন্তান। 

জয়/শহীদ

×