ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

তামিমের বদলে  নেতৃত্বের চ্যালেঞ্জ তাওহিদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৪৬, ৬ এপ্রিল ২০২৫

তামিমের বদলে  নেতৃত্বের চ্যালেঞ্জ তাওহিদের

তাওহিদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এ বছরের শুরুতে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু এখন আর খেলতে পারবেন না তিনি হার্ট অ্যাটাকের কারণে। তাই নতুন কাউকে অধিনায়ক করেই লিগের পরবর্তী ম্যাচগুলো খেলতে হবে মোহামেডানকে এটা নিশ্চিতই ছিল।

আগেই জানা গিয়েছিল মোহামেডানের নেতৃত্বে আসতে পারেন তাওহিদ হৃদয়। শনিবার সেটি নিশ্চিত হয়েছে। মোহামেডানের নেতৃত্ব পেয়ে তাওহিদ জানিয়েছেন, নেতৃত্বের চ্যালেঞ্জ উপভোগ করতে চান তিনি। তামিমের পরিবর্তে যারা সুযোগ পাবে তাদের জন্যও সুযোগ দেখছেন তিনি।
তাওহিদ গত বছর পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজে অধিনায়ক হয়েছিলেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে অধিনায়কত্ব করার সুযোগটা হয়নি সেই সিরিজটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায়। এবার সেই তাওহিদ দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় আসর ডিপিএলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নেতৃত্ব দেবেন। তামিম হার্ট অ্যাটাকের পর চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি।

তিনি এখন খেলতে পারবেন না। সে কারণে তার বদলে অধিনাক হওয়া তাওহিদ বলেছেন, চ্যালেঞ্জ সব সেক্টরে আছে, আপনার পেশাতে আছে, আমার পেশাতেও আছে। তো চেষ্টা করব আমি এটা উপভোগ করার জন্য এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে অবদান রাখার জন্য। তামিম না থাকায় শক্তির ভারসাম্য নষ্ট হবে মোহামেডানের। তার বদলে অন্য কেউ সুযোগ পাবেন খেলার।

তবে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হবে। এ বিষয়ে তাওহিদ বলেছেন, প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু নিয়ন্ত্রণে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বড় বাজেটের দল, এখনও বড় বাজেটের দলই আছে। এখন নতুনদের জন্য ভালো সুযোগ দেখছেন তাওহিদ।

×