
পাকিস্তানকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের শিরোপা উদযাপন
নিউজিল্যান্ডে সাদা বলের সফরটা নিশ্চই মনে রাখতে চাইবে না পাকিস্তান। টি২০তে নতুন অধিনায়ক আগা সালমান তবু একটা ম্যাচ জিততে পেরেছিলেন, সিরিজ হেরেছিলেন ৪-১ ব্যবধানে। পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েও ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানের দল হোয়াইটওয়াশ হলো ৩-০ ব্যবধানে।
বৃষ্টির বাগড়া, ফ্লাডলাইট বন্ধ হয়ে অন্ধকার নেমে আসা, বলের আঘাতে হাসপাতালে ইমাম উল হক, মেজাজ হারিয়ে খুশদিল শাহর দর্শকের দিকে তেড়ে যাওয়া- শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে এমনি অদ্ভূতুড়ে শেষ ম্যাচে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছে কিউইরা। ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রানের ‘চ্যালেঞ্জিং’ গড়ে নিউজিল্যান্ড।
৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৫৯ রানের দারুণ ইনিংসের পর ১ উইকেট নিয়ে ম্যাচসেরা অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে ৫টি করে মোট ১০ শিকারে সিরিজসেরা পেসার বেন সিয়ার্স।
কিউইদের জয় তখন নিশ্চিত। উত্তেজনা শুধু সিয়ার্সের সম্ভাব্য মাইলফলক ঘিরে। আরেকবার ৫ উইকেট কি হবে? অবশেষে নিজের শেষ ডেলিভারিতে পাকিস্তানের শেষ উইকেট নিয়ে অনন্য অর্জনের আনন্দে ভাসলেন এই পেসার। তাকে ঘিরেই রঙিন হয়ে উঠল নিউজিল্যান্ডের আরেকটি জয় ও দারুণ সাফল্যের উল্লাস। ব্ল্যাক ক্যাপস ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন ২৭ বছর বয়সী ডানহাতি এ পেসার।
নিয়মিত অধিনায়কসহ নিউজিল্যান্ডের বেশ কয়েক ক্রিকেটার ব্যস্ত আইপিএলে। চোট ও অন্যান্য কারণে নেই আরও বেশ কয়েক জন। এই সিরিজের দলটিকে তৃতীয় সারির দল বলতে পারেন অনেকে। ভাঙাচোরা দলকে সিরিজজুড়ে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন যিনি, সেই মাইকেল ব্রেসওয়েল শেষ ম্যাচেও ছিলেন ঝলমলে। ঝড়ো ফিফটির (৪০ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯) পর বল হাতে একটি উইকেট ও অসাধারণ এক ক্যাচ নিয়ে তিনি ম্যাচের সেরা।
প্রথম ম্যাচে না খেলেও সিরিজের সেরা বেন সিয়ার্স। এই সিরিজের আগে স্রেফ একটি ওয়ানডে খেলেছিলেন তিনি। ওয়েলিংটন থেকে উঠে আসা এই পেসারই দেশের ইতিহাসে গড়লেন নতুন কীর্তি। নিউজিল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন আরেক নবীন রিস মাইরু। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ওপেনার করেন দারুণ এক ফিফটি।
টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের হয়ে দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন মাইরু ও হেনরি নিকোলস। আগের দুই ম্যাচে ১১ ও ২২ রানে আউট হওয়া নিকোলস এবার ফেরেন ৩১ রানে। প্রথম আন্তর্জাতিক ফিফটি করে মাইরু বিদায় নেন ৬১ বলে ৫৮ রান করে। টিম সেইফার্ট ২৬ ও ড্যারিল মিচেল ৪৩। বিপিএল খেলে যাওয়া পাকিস্তানের বাঁহাতি পেসার আকিফ জাভেদ ৬২ রানে নিয়েছেন ৪ উইকেট।
জবাব দিতে নেমে দুই পেসার সিয়ার্স-জ্যাকব ডাফির তোপের মুখে আব্দুল্লাহ শফিক (৫৬ বলে ৩৩), বাবর আজম (৫৮ বলে ৫০), রিজওয়ান (৩২ বলে ৩৭) ও তাইব তাহির (৩১ বলে ৩৩) আশা জাগালেও তা যথেষ্ট ছিল না। ওপেনার ইমামের কনকাশন বদলি হিসেবে সুযোগ পাওয়া উসমান খান ১২ রান করে আউট হন ব্রেসওয়েলের দুর্দান্ত ক্যাচে।