
বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামার আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা
নারী ওয়ানডে বিশ^কাপে টানা দ্বিতীয়বার খেলার সুযোগ পেতে লড়াইয়ে নামতে হবে। ইতোমধ্যে সেই লড়াইয়ের জন্য পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনও করেছে। বিশ^কাপ বাছাইয়ের মূল প্রতিযোগিতা মাঠে গড়াবে ৯ এপ্রিল। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে।
তার আগে বেশ ভালোভাবেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। কারণ আজই স্কটল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচটি লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে মঙ্গলবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তারা। মাঠটিতে বাছাইয়ের ৩টি ম্যাচ রয়েছে জ্যোতিদের। তাই এ দুটি প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে বাংলাদেশ।
বাছাইয়ে অংশ নেওয়া ৬ দলের মধ্যে মাত্র দুটি দল টিকিট পাবে বিশ^কাপ খেলার। আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ^কাপ। এই বাছাইয়ে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ স্বাগতিক পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। বাছাই খেলতে নামার জন্য গত ২২ মার্চ থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এমনকি ঈদুল ফিতরেও ছুটি কাটাননি তারা। নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে গত জানুয়ারিতে। সেখানে সপ্তম স্থানে থেকে শেষ করে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ওয়ানডের সিরিজে দুটি ম্যাচ জিতলেই শুধু সরাসরি বিশ^কাপ খেলার সুযোগ হতো। কিন্তু শেষ ম্যাচটি হেরে স্বপ্নভঙ্গ হয় জ্যোতিদের। এখন বিশ^কাপ খেলার স্বপ্ন পূরণ করতে হলে বাছাইয়ে সেই উইন্ডিজ নারীদেরও হারাতে হবে। বড় হুমকি স্বাগতিক পাকিস্তান। এ কারণে সব ম্যাচই জেতার লক্ষ্য বাংলাদেশের।
কারণ একটিতে হারলেই বিপাকে পড়তে হবে। তাই প্রধান কোচ সারোয়ার ইমরান, অধিনায়ক জ্যোতি চাইছেন একের পর এক ম্যাচ জিততে। শুরুরদিকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি ভালোভাবে জেতার লক্ষ্য জ্যোতিদের। কারণ এ তিনটি ম্যাচ জিতলে আত্মবিশ^াস বাড়বে, দলও ছন্দে থাকবে। পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটিতে সেই ছন্দ কাজে লাগানো সম্ভব হবে।
মূল লড়াইয়ের আগেই আজ স্কটিশ মেয়েদের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচে ঝালাই করে নিতে পারবেন জ্যোতিরা। নিজেদের শক্তি-সামর্থ্য, দুর্বলতা এবং উইকেট সম্পর্কে জানারও দারুণ সুযোগ থাকছে। তাই আজকের ম্যাচটি ওয়ার্ম-আপ হলেও বেশ সিরিয়াস হয়েই খেলবে বাংলাদেশের মেয়েরা।