ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেট

পরাজয়ে ডরে না বীর!

প্রকাশিত: ২১:৪১, ৫ এপ্রিল ২০২৫

পরাজয়ে ডরে না বীর!

এভাবেই দর্শকের দিকে তেড়ে যান খুশদিল শাহ

নিউজিল্যান্ড সফরের শেষ ওয়ানডেতেও বড় হারে ৩-০’তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে আজ (শনিবার) শেষ ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছেন খুশদিল শাহ। দর্শকদের মারতে উদ্যত হন পাকিস্তান অলরাউন্ডার। যদিও পরে তাঁকে শান্ত করেন এক নিরাপত্তাকর্মী। অথচ খুশদিল এই ম্যাচের একাদশেই সুযোগ পাননি!

হতাশার পরাজয়ের পর পাকিস্তানি খেলোয়াড়দের কটাক্ষ করতে থাকেন তিনজন দর্শক। যা মানতে পারেননি খুশদিল। কিছুক্ষণ তর্কের পর দর্শকদের দিকে তেড়ে যান তিনি। নিরাপত্তাকর্মী তাঁকে না আটকালে হয়তো হাতাহাতিই হয়ে যেত। তখন খুশদিলের পাশেই ছিলেন বাবর আজম ও ফাহিম আশরাফ।

বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে আজ ৪৩ রানে হেরে যায় পাকিস্তান। সেই সঙ্গে নিশ্চিত হয় হোয়াইটওয়াশের লজ্জা। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছে ড্রেসিংরুমের দিকে। সেসময়েই মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন।

আর সেটাই একেবারে ভালোভাবে নেননি খুশদিল শাহ। মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন। সেখান থেকে অবশ্য বেশ কষ্ট করেই তাকে ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় পাকিস্তান তারকাকে নিশ্চিত শাস্তির মুখে পড়তে হবে।

নিউজিল্যান্ড সফরের খুশদিলের মেজাজ হারানোর ঘটনা এবারই প্রথম নয়। প্রথম টি২০তে কিউই পেসার জাকারি ফোকসের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট পান তিনি।

মিরাজ/আশিক

×