
ছবি: সংগৃহীত
পর্তুগালের মহিলা জাতীয় প্রমোশন কাপের ম্যাচে রামোরিজ বি ক্লাব ও পাকোস ডি ফেরেইরা ক্লাবের মধ্যে খেলা চলছিল। ম্যাচের ৪৮তম মিনিটে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে রামোরিজ বি ক্লাবের কোচ জোয়েল অলিভিয়েরা নারী রেফারি জোয়ানা রিতা আলভেস অলিভেইরাকে 'গরু' বলে সম্বোধন করেন, যার জন্য তিনি লাল কার্ড দেখতে বাধ্য হন।
এই অশোভন আচরণকে নারীর প্রতি ‘লিঙ্গ বৈষম্যমূলক’ হিসেবে চিহ্নিত করে পর্তুগাল ফুটবল ফেডারেশন রামোরিজ বি দলের কোচ জোয়েল অলিভিয়েরাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে এবং ২৪০০ ইউরো (২৬০০ ডলার) জরিমানা আরোপ করেছে। এই খবরটি মার্কা প্রকাশ করেছে।
ম্যাচটি ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, যেখানে রামোরিজ বি দল ২-০ গোলে পাকোস ডি ফেরেইরার কাছে পরাজিত হয়। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশন ২৮ মার্চ এই শাস্তি ঘোষণা করে। পেনাল্টি নিয়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যার পরেই রেফারি জোয়ানা রিতা অলিভেইরা জোয়েলকে লাল কার্ড দেখান।
এ সময় ক্ষুব্ধ হয়ে জোয়েল অলিভিয়েরা বলেন, "তাহলে কি এটা পেনাল্টি নয়? তুমি জানো না তুমি কি করছ...? বাঁশি বাজাতে শিখো, গরু, তুমি এখানে এসেছ না জেনেই, বাড়ি যাও।" এই মন্তব্যের ফলস্বরূপ তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল তার মন্তব্যকে 'গুরুতর এবং অগ্রহণযোগ্য' হিসেবে আখ্যায়িত করেছে, বিশেষ করে যেহেতু অভিযুক্ত ব্যক্তি নারী দলের কোচ ছিলেন, তার ওপর একটি বিশেষ দায়িত্ব ছিল, যেখানে স্পোর্টিং এথিক্স এবং শারীরিক ও মৌখিক সহিংসতার কোনো স্থান নেই।
শিহাব