ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

গ্যালারিতে থাকা দর্শককে মারতে গেলেন পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশিত: ১৯:১৫, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:১৭, ৫ এপ্রিল ২০২৫

গ্যালারিতে থাকা দর্শককে মারতে গেলেন পাকিস্তানি ক্রিকেটার

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয় পাকিস্তান টিম। আজকে ৩য় ও সিরিজের শেষ ওয়ানডে ছিল।

ম্যাচ শেষে গ্যালারি থেকে কয়েকজন দর্শক পাকিস্তানি খেলোয়াড়দের সমালোচনা করতে গিয়ে পশতু ভাষায় বাজে শব্দ ব্যবহার করছিলেন। খুশদিল শাহ তাঁদের থামতে বলেন। কিন্তু ওই দর্শকেরা তা শোনেননি। এরপর খুশদিল গ্যালারির দিকে ছুটে যান ওই দর্শকদের দিকে। এ সময় এক নিরাপত্তাকর্মী তাকে থামান। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। পরে নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে বের করে দেন।

আগের রাতে হওয়া বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করতে দেরি হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে ৪২ ওভারের হয়ে যায়। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে বেন সিয়ার্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে পড়ে পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে অলআউট হয়। ৪৩ রানে হেরে যাওয়া ম্যাচে পাকিস্তানের পক্ষে ৫৮ বলে সর্বোচ্চ ৫০ রান করেন বাবর আজম। নিউজিল্যান্ডের সিয়ার্স ৫ উইকেট নেন ৩৪ রানে।

ইমরান সিদ্দিক নামে এক সাংবাদিক বলেছেন, গ্যালারিতে খেলা দেখতে আসা দুই আফগান দর্শক পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ থেকেই ঘটনার সূত্রপাত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক বিবৃতিতেও ঘটনার বিবরণ এভাবেই দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘দুজন আফগান দর্শক মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অশোভন আচরণ করেছে। খুশদিল শাহ তাঁদের চুপ করতে বলে। কিন্তু তাঁরা তাদের এ আচরণ থামায়নি। এরই প্রতিক্রিয়া দেখিয়েছে খুশদিল শাহ।’

মেহেদী হাসান

×