
ছবি: সংগৃহীত
আইপিএলের এবারের মেগা নিলামে রেকর্ড গড়েই রিশভ পান্তকে ২৭ কোটি টাকায় দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। এই বিশাল অঙ্কের বিনিময়ে দলের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। কিন্তু বাস্তবে মাঠে দেখা গেল ভিন্ন চিত্র- চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে ১৯।
ভক্তরা আশা করেছিলেন পান্তের ব্যাট থেকে ঝড় উঠবে, কিন্তু প্রতি ম্যাচেই যেন নিরাশা বাড়িয়েছেন তিনি। কখনও শূন্য রানে আউট, কখনওবা মাত্র কয়েক বলের মধ্যে সাজঘরে ফেরা- সব মিলিয়ে টাকার ভার যেন তিনি নিতে পারছেন না। অতিরিক্ত প্রত্যাশার চাপই পান্তকে পারফরমেন্সে বাধা দিচ্ছে। কেউ কেউ তো বলছেন, দলে তার বদলে কেএল রাহুলকেই রাখা উচিত ছিল।
লখনৌয়ের ঘরের মাঠে দর্শকদের আশা ছিল পরের ম্যাচগুলোয় হয়তো ঘুরে দাঁড়াবেন পান্ত, কিন্তু ফলাফল সেই একই। অধিনায়ক হিসেবে তার এমন ফর্ম দলের মনোবলেও প্রভাব ফেলছে।
সব মিলিয়ে, লখনৌ সুপার জায়ান্টসের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। আর রিশভ পান্তের এই ‘রিকশার দামে গাড়ি’ হয়ে ওঠার গল্প রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ক্রিকেট মহলে।
মেহেদী হাসান