ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ভবিষ্যৎ বলতে পারেন ধোনি, আরও যা বললেন অক্সার প্যাটেল

প্রকাশিত: ১৬:৪৫, ৫ এপ্রিল ২০২৫

ভবিষ্যৎ বলতে পারেন ধোনি, আরও যা বললেন অক্সার প্যাটেল

ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে কেবলমাত্র ধোনির কৌশল ও নেতৃত্বেই নয়, তাঁর ভবিষ্যৎবাণীতেও আস্থা রাখেন অনেক সতীর্থ। এমনটাই জানালেন ভারতীয় অলরাউন্ডার অক্সার প্যাটেল। তাঁর মতে, মাহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র একজন সফল ক্রিকেটার বা অধিনায়ক নন, বরং একজন 'ভবিষ্যৎদ্রষ্টা'-যিনি জ্যোতিষ বিদ্যাতেও দারুণ পারদর্শী।

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে এক সাক্ষাৎকারে অক্সার জানান, ধোনির কাছ থেকে তিনি শুধু ক্রিকেটীয় টিপসই পাননি, পেয়েছেন জীবনের পথ দেখানোর পরামর্শও। ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে ধোনির দেওয়া পরামর্শ তাঁকে দারুণভাবে উপকৃত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অক্সার বলেন, “একবার মাহি ভাই আমাকে বলেছিলেন, তোমার গ্রহের অবস্থান এমন একটা জায়গায় আছে- যা হয় তোমার ভালো ফল বয়ে আনবে, না হয় বড় ধরনের পরিবর্তন আনবে। তিনি আরও বলেন, কিছু নিয়ম মেনে চললে এর প্রতিকার পাওয়া সম্ভব। সেই সময় থেকে আমি নিজের মধ্যে বদল অনুভব করতে শুরু করি।”

তিনি আরও বলেন, “আজ আমি যে অবস্থানে রয়েছি, তার পেছনে ধোনি ভাইয়ের অবদান অনেক। শুধু ক্রিকেট নয়, জীবনের নানা সিদ্ধান্তে তিনি আমাকে সঠিক পরামর্শ দিয়েছেন।”

ধোনির এমন ভবিষ্যৎবাণী দেওয়ার ক্ষমতা এবং জীবন সম্পর্কে তাঁর অন্তর্দৃষ্টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রীড়ামহলে। অনেকেই বলছেন, ধোনির বিশ্লেষণ ক্ষমতা এবং মানুষের মন বুঝে ভবিষ্যৎ অনুমানের এই গুণ তাঁকে আরও অনন্য করে তুলেছে।

মাহেন্দ্র সিং ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে অন্যতম। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে সতীর্থদের পরামর্শ দিয়ে এসেছেন মাঠে ও মাঠের বাইরে। এবার তাঁর আরেকটি ব্যতিক্রমী দিক সামনে আনলেন অক্সার প্যাটেল।
 

মেহেদী হাসান

×