
কেভিন ডি ব্রুইন
দীর্ঘ এক দশকের বেশি সময় আগে উল্ফসবার্গ থেকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এর পর সিটিজেনদের প্রাণভোমরায় পরিণত হয়ে গেছেন বেলজিয়ামের এই তারকা মিডফিল্ডার। ২০১৫ সালে ম্যানচেস্টার সিটিতে নতুন করে ঠিকানা গড়ার পর মোট ১৬টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সেই সঙ্গে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
তবে সম্প্রতি চাউড় হয় যে, ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইন। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, চলতি মৌসুমের শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়বেন ৩৩ বছর বয়সী কেভিন ডি ব্রুইন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কেভিন ডি ব্রুইন লিখেন, প্রতিটি গল্পের শেষ আছে, কিন্তু এটা নিশ্চিত যে আমার জীবনের সেরা অধ্যায়। ফুটবল আমাকে তোমাদের সবার কাছে এনেছে, এই শহরে এনেছে। আমি শুধু আমার স্বপ্নের পেছনে ছুটছিলাম, জানতাম না যে এই সময় আমার জীবন বদলে দেবে। এই শহর, এই ক্লাব।
ম্যানচেস্টার সিটিতে নতুন করে ঠিকানা গড়ার পর থেকে সব মিলিয়ে ১৬টি ট্রফি উঁচিয়ে ধরেছেন ডি ব্রুইন। যার মধ্যে ছয়টি প্রিমিয়ার লিগের শিরোপা। ২০২৩ সালে জেতা স্বপ্নের চ্যাম্পিয়নস লিগের ট্রফিও রয়েছে এই তালিকায়। প্রকৃতপক্ষে সিটিজেনদের হয়ে সবই জেতা হয়ে গেছে বেলজিয়ান মিডফিল্ডারের। সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ম্যানসিটির হয়ে ৪১৩ ম্যাচে ১০৬ গোল করেছেন তিনি।
সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭৪ গোলে। তাই ম্যানসিটিতে অর্জনের কিছু বাকি নেই বলে উল্লেখ করলেন ডি ব্রুইন। তার মতে, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। বিনিময়ে সবকিছু উজাড় করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এবং দেখো, আমরা সবকিছু জিতেছি।
বিদায়ের সময় এসে গেছে বলে ডি ব্রুইন তার পোস্টে আরও লিখলেন, আমরা চাই বা না চাই, বিদায়ের সময় এসে গেছে। সুরি, রোম, ম্যাসন, মিশেল; আমি চিরকৃতজ্ঞ থাকব এই জায়গার জন্য, যা আমাদের পরিবারের কাছে অনেক অর্থ বহন করে।