
কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন
এটা তো এখন স্বীকৃত সত্যÑ সুনীল নারাইন যতটা না ওয়েস্ট ইন্ডিজের, তার চেয়েও অনেক বেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের)। আরও স্পষ্ট করে বললে কলকাতা নাইট রাইডার্সের। বিশ্বজুড়ে এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তারকা ক্রিকেটার; এ বছর এই দলে তো আরেক বছর অন্য দলেÑ এই যখন অবস্থা, নারাইন সেখানে ব্যতিক্রম, আইপিএলে কলকাতার জার্সিতেই পূর্ণ করলেন ২০০ উইকেটের ল্যান্ডমার্ক।
ইডেনে হায়দরাবাদের কাছে হারের দিনে ১ উইকেট নিয়ে এ কীর্তি গড়েন তিনি। ইংল্যান্ডের সামিত প্যাটেলের (নটিংহামশায়ার হয়ে ২০৮ উইকেট) পর একটি ক্লাবের হয়ে দুইশ’ শিকারের মাত্র দ্বিতীয় ঘটনা এটি। সামিতের বয়স ৪০-এর ওপর, নারাইনের ৩৬। আইপিএলের ১৮তম আসর সবে শুরু হলো। বিশ্ব রেকর্ডটা হাতছানি দিচ্ছে নারাইনকে।
ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়ে চারে সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা (২০০৮-২০২০)। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন। এই পাঁচ জনের আশেপাশে নেই আর কেউ। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৬৮ উইকেট নিয়ে ছয় নম্বরে ভারতীয় সেনসেশনাল পেসার জাসপ্রিত বুমরাহ।
কলকাতার হয়ে নারাইনের ২০০ উইকেটের সবকটি অবশ্য শুধু আইপিএলে নয়। ২০০৮ সালে শুরু ভারতের এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে ২০১২ সালে নিজের অভিষেক থেকে একটি দলের হয়েই খেলছেন তিনি। এখানে ১৮০ ম্যাচে তার উইকেট ১৮২টি। কলকাতার হয়ে বাকি ১৮টি উইকেট তিনি নিয়েছেন বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি২০তে।
আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা (২০১২, ২০১৪ ও ২০২৪)। ডানহাতি অফস্পিনে তিনবারই বড় অবদান রেখেছেন নারাইন। ২০১২, ২০১৮ ও ২০২৪ টুর্নামেন্টসেরাও হয়েছেন। আইপিএলের তিন মৌসুমে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার রেকর্ড আর কারও নেই।
সবচেয়ে বেশি মেডেন ওভার, এমনকি সুপার ওভারেও মেডেন নেওয়ার কীর্তি, কমপক্ষে ১০০ ইনিংসে বল করা বোলারদের মধ্যে তৃতীয় সর্বনিম্ন ইকোনমি রেটÑস্বীকৃত টি২০তে নারাইনের একেকটি পরিসংখ্যান দেখলে যে কেউ বলবেন, এই সংস্করণে তিনি অন্যতম সেরা। কারও কারও চোখে হয়ত সর্বকালের সেরাও।
আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চার নম্বরে নারাইন। তার চেয়ে একটি উইকেট বেশি নিয়ে যৌথভাবে তিনে রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও ডোয়াইন ব্রাভো। ১৯২ উইকেট নিয়ে দুইয়ে পিযুষ চাওলা। ২০৬ শিকারে চূড়ায় যুবেন্দ্র চাহাল।