ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ফুটবল মানে সবাইকে একতাবদ্ধ করা’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২২, ৫ এপ্রিল ২০২৫

ফুটবল মানে সবাইকে একতাবদ্ধ করা’

উয়েফা কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো ও উয়েফা সভাপতি আলেকজান্ডার  সেফেরিন (ডানে)

ইউক্রেন যুদ্ধ শেষ হলেই রাশিয়াকে আবার বিশ্ব ফুটবলের মানচিত্রে দেখা যাবে বলে বিশ্বাস করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। যুদ্ধ শেষ হওয়ার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন তিনি। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়াকে ফুটবল আঙিনা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফিফা ও উয়েফার কোনো প্রতিযোগিতায় তাদের জাতীয় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। রাশিয়ার কোনো ক্লাবও খেলতে পারছে না ইউরোপিয়ান বা  বৈশ্বিক কোনো টুর্নামেন্টে।
এ প্রসঙ্গে উয়েফা কংগ্রেসে ফিফা সভাপতি বলেন, ইউক্রেনে শান্তির আলোচনা চলছে। আশা করি শীঘ্রই আমরা পরের ধাপে যেতে পারব। রাশিয়াকে বিশ্ব ফুটবলের দৃশ্যপটে ফেরাতে পারব। এর মানে সব সমস্যারই সমাধান হয়ে যাবে। সেটিকেই স্বাগত জানাতে হবে আমাদের। সেটির জন্যই প্রার্থনা করতে হবে আমাদের। ফুটবল মানে বিভাজন নয়। ফুটবল মানে ছেলে হোক বা মেয়ে, বা যে যেখানে থাকুক, সবাইকে একতাবদ্ধ করা।
অন্যদিকে ছেলেদের বিশ্বকাপ ফুটবলের আয়োজনের পর মেয়েদের বিশ্বকাপও আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ছেলেদের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। এর পাঁচ বছর পর আরেকটি বিশ্বকাপ আয়োজন করবে বিশ্বের মোড়ল রাষ্ট্র। ২০৩১ ফিফা উইমেন’স বিশ্বকাপের স্বাগতিক দেশ তারা। নারী বিশ্বকাপের পরের আসর ২০৩৫ সালে হবে যুক্তরাজ্যে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো এই দুই বিশ্বকাপের স্বাগতিকের নাম ঘোষণা করেন।

আগামী বছর ফিফা কংগ্রেসে অবশ্য অনুমোদনের ব্যাপার আছে দুই স্বাগতিকের। তবে সেটা এখন কেবলই আনুষ্ঠানিকতা বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্টিনো জানান, ২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাব করেনি। ২০৩৫ বিশ্বকাপের জন্যও একমাত্র  বৈধ বিড যুক্তরাজ্যের। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্য গঠিত। খেলা হবে এই চার দেশেই।

২০৩১ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কনকাকাফ অঞ্চলের অন্য কোনো দেশ যুক্ত হতে পারে। প্রথম দেশ হিসেবে তৃতীয়বার নারী বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগে ১৯৯৯ ও ২০০৩ আসর তারা আয়োজন করেছিল। টুর্নামেন্টে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও মার্কিন মেয়েদের। অন্যদিকে যুক্তরাজ্য নারী বিশ্বকাপ আয়োজন করবে প্রথমবার। ছেলেমেয়ে মিলিয়ে সেখানে বিশ্বকাপ হবে ৬৯ বছর পর। সবশেষ ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

এদিকে ৬৪ দলের পুরুষ ফুটবল বিশ্বকাপ আয়োজনের পক্ষে নন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো মোটেও ভালো কিছু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। তিনি অবার  ফিফার সহসভাপতিও। গত ৬ মার্চ ফিফার যে অনলাইন সভায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করা হয়, সেই সভায় ছিলেন সেফেরিনও।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে।

×