
অনুশীলনের ফাঁকে সাবিনা-ঋতুপর্ণা-মারিয়ারা
প্রতিটি ঘটনারই চূড়ান্ত পরিণতি আছে। কোনো কিছুই চিরকাল ধরে চলতে পারে না। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার যে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছিলেন আলোচিত ১৮ ‘বিদ্রোহী’ ফুটবলার, সেই অচলাবস্থা প্রকৃতপক্ষে দূর হবে কি না, তা জানা যাবে অচিরেই। কেননা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বিদ্রোহীদের হোতা সাবিনা খাতুনসহ বাকিদের সঙ্গে।
চলতি বছরের শুরুর দিকে কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সাফজয়ী নারী ফুটবলাররা। সেই ঘটনা কিছুটা স্থির হলেও এখনও সমাধান হয়নি। তাই সাবিনারা বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখাননি। তবে সমস্যা সমাধানের জন্য সাবিনাদের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন বাফুফে সভাপতি।
কাল রবিবার ভুটানের লিগে খেলতে দেশ ছাড়বেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। তাই দেশ ছাড়ার আগে আজ শনিবার বাফুফে ভবনে তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করবেন তারা।
এর আগে উভয় কোচ ও খেলোয়াড় উভয়পক্ষের সঙ্গে একাধিকবার বসেও আনুষ্ঠানিক সমাধান করতে পারেনি বাফুফে। বাটলার জুনিয়র দল নিয়েই আরব আমিরাত সফর করেছেন। এশিয়ান কাপ সামনে রেখে খেলোয়াড়-কোচ-ফেডারেশন সব পক্ষকেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। বাফুফে সূত্রে জানা গেছে, কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব নিরসন এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা-পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকে নারী ফুটবলারদের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাফুফে। জুনের তৃতীয় সপ্তাহে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাটলারের অধীনে অনুশীলনের ব্যাপারে অনেকটাই নাকি নমনীয় জাতীয় দলের বিদ্রোহী ১৮ ফুটবলার। কিন্তু বাটলার কি এতে রাজি? সেই জবারের জন্যই অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।
কিন্তু এর আগে সাবিনাসহ চার ফুটবলার আজ বাফুফে ভবনে সভা করবেন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। এরপর রবিবার সকাল ১০টায় ভুটান নারী ফুটবল লিগে খেলতে থিম্পুর উদ্দেশ্যে রওনা হবেন সাবিনারা। ফেডারেশন থেকে বৃহস্পতিবার ফুটবলারদের এমনটাই জানানো হয়েছে।
সাবিনাসহ চার ফুটবলার খেলবেন ভুটানের পারো এফসিতে।