ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তাওহিদ হৃদয়, উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা

অধিনায়ক তামিমের বিকল্প ভাবনায় মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৯, ৫ এপ্রিল ২০২৫

অধিনায়ক তামিমের বিকল্প ভাবনায় মোহামেডান

তামিম ইকবাল, তাওহিদ হৃদয়

গত মাসের শেষদিকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলা চলার সময়ে বুকে ব্যথা নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে যান তামিম ইকবাল। এরপর জানা যায় দুই দফা স্ট্রোক করেছেন এবং সেজন্য তার  হার্টে রিং পরাতে হয়েছে। গত এক সপ্তাহ নিজ বাসাতেই আছেন তামিম। এখনও পুরোপুরি সুস্থতা অর্জন করেননি। লম্বা ভ্রমণের মতো শারীরিক ফিটনেস অর্জন করলেই দেশের বাইরে যাবেন তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য অনুসারে, ৩ মাসের আগে এ বাঁহাতি ওপেনারের ক্রিকেট খেলার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হবে না। তাই নিশ্চিতভাবেই চলমান ডিপিএল খেলা হচ্ছে না তার। এ কারণে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এখন বিকল্প অধিনায়ক নিয়ে ভাবছে। এক্ষেত্রে তাওহিদ হৃদয় এগিয়ে আছেন। কারণ তামিম কোনো কারণে মাঠের বাইরে থাকলে ভারটা এই তরুণকেই সামলাতে দেখা গেছে।

দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও বিষয়টি শুক্রবার জানিয়েছেন। এছাড়া অভিজ্ঞতার বিবেচনায় অলরাউন্ডার  মেহেদি হাসান মিরাজও হতে পারেন অধিনায়ক। বিষয়টি পরিষ্কার হতে পারে আজ। রবিবার শুরু হবে আবার ডিপিএল।
ডিপিএলে ৮ রাউন্ড হয়েছে।  মোহামেডানের অষ্টম ম্যাচেও মাঠে নেমেছিলেন তামিম। কিন্তু স্ট্রোক করার কারণে মাঠ ছাড়তে হওয়ায় ব্যাটিং করেননি। ২৪ মার্চ ম্যাচটি হয়েছে। ৪ দিন হাসপাতালে কাটিয়ে গত ২৮ মার্চ নিজ বাসায়  ফেরেন তামিম। তারপর থেকে চিকিৎসকদের সার্বিক পর্যবেক্ষণে আছেন। বাসাতেই বেশ ভালো আছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিয়মিত খোঁজখবর রাখছেন।

তিনি জানিয়েছেন, এখন যথেষ্ট সুস্থ থাকলেও দেশের বাইরে যাওয়ার মতো ফিটনেস নেই তামিমের। সেই ফিটনেস অর্জন করলেই পরিবার থেকে চিন্তা করা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার। ক্রিকেটে ফেরার ক্ষেত্রে তাই আপাতত কিছুই বলা যাচ্ছে না।

অনেক আগেই চিকিৎসকরা জানিয়ে দেন, আগামী ৩-৪ মাসের মধ্যে তামিমের ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই। সবকিছু বোঝা যাবে তামিমের সার্বিক উন্নতির পর। কারণ চিকিৎসকদের আশঙ্কা, আরেকটি হার্ট অ্যাটাক হতেও পারে। তাই খুব সতর্ক থাকতে হবে তামিমকে নিয়ে। উপযুক্ত পর্যবেক্ষণ ও চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে হবে। 
এমন অবস্থায় ডিপিএলের বাকি অংশে তামিমের বিকল্প চিন্তা করছে মোহামেডান। তিনিই এতদিন নেতৃত্ব দিয়েছেন। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। লিগ পর্বের আর ৩টি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এখন নতুন নেতৃত্ব আসছে দলে। ১১ এপ্রিল টেস্ট দলের ক্যাম্প শুরু হবে। সেখানে মিরাজসহ অনেকেই যোগ দেবেন। এখনও টেস্টের বিবেচনায় নেই তাওহিদ। তাই তার কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা প্রবল। 
এ বিষয়ে দলটির ম্যানেজার শিপন শুক্রবার বলেছেন, আগামীকালকে (আজ) অফিসিয়াল অনুশীলন শুরু। তারপরে জানতে পারব আসলে  কে হবে। এখন পর্যন্ত তাওহিদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দুই-একটি ম্যাচ  সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। সম্ভাবনা  বেশি তবে  সেটা টিম ম্যানেজমেন্ট  দেখবে বা  সেটা ক্লাব  দেখবে। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। একটা  খেলা  হেরে  গেলে অনেক পিছিয়ে  যেতে হবে।  তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে সুপার লিগ ধরে রাখতে।

×