
ছবি: সংগৃহীত
খেলোয়াড়দের মধ্যে কুসংস্কার নতুন কিছু নয়। কেউ বিশেষ জুতা পরে খেলেন, কেউ মাঠে নামার আগে করেন নির্দিষ্ট আচরণ। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের কুসংস্কার শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারোরই!
বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘ফুটবল ফোকাস’-এ অংশ নিয়ে এদেরসন জানান, তিনি গত আট বছর ধরে প্রতিটি ম্যাচে একই অন্তর্বাস পরে খেলছেন! ৩১ বছর বয়সী এ গোলকিপার বলেন, “আমার কেবল একটি কুসংস্কার আছে—প্রতিটি ম্যাচে একই অন্তর্বাস পরি।”
এ কথা শুনে অনুষ্ঠানের সঞ্চালক ও ম্যানসিটির সাবেক গোলকিপার শে গিভেন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করেন, “পুরো মৌসুমের জন্য একটি অন্তর্বাস?” জবাবে হেসে এদেরসন বলেন, “না, আট বছর ধরে একই অন্তর্বাস!”
এই উত্তরে আরও চমকে যান গিভেন। একটু ধাতস্থ হয়ে মজা করে বলেন, “তাহলে ওটার অবস্থা নিশ্চয়ই খুব একটা ভালো নয়!”
যদিও কেন তিনি এত বছর ধরে এক অন্তর্বাস পরছেন, তা বিস্তারিত জানাননি এদেরসন। ২০১৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। এরপর থেকে তার ঝুলিতে যুক্ত হয়েছে অসংখ্য শিরোপা। সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ, চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ এবং একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন।
তবে চলতি মৌসুমে তার কুসংস্কার বোধহয় আর আগের মতো কাজ করছে না। কারণ, চ্যাম্পিয়নস লিগ থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগেও শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে আছে তারা। হাতে আছে কেবল এফএ কাপ জয়ের সুযোগ। আগামী ২৬ এপ্রিল সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।
চলতি মৌসুমে এ পর্যন্ত এদেরসন ৩১টি ম্যাচে মাঠে নেমে ৪৫টি গোল হজম করেছেন। প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে গোল খেয়েছেন ২৩টি। ব্রাজিলের জাতীয় দলের হয়ে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত খেলেছেন ২৯টি ম্যাচ।
সাপ্তাহিক ১ লাখ পাউন্ড আয় করা এই গোলকিপারের কুসংস্কার হয়তো অনেকেই অদ্ভুত মনে করবেন, তবে তার অর্জনের দিকে তাকালে—কোনো কিছুতেই যে ভাগ্যকে ছাড় দেন না, তা স্পষ্ট!
আসিফ