
ননী কাল কর (জন্ম : ৮-৮-১৯৪৫ মৃত্যু : ২-৪-২০২৫)
দারুণ ক্রীড়া অন্তঃপ্রাণ ছিলেন তিনি। সবাই খেলাধুলায় উৎসাহ দিতেন, তার উৎসাহে অনেকেই ক্রীড়ায় বিভিন্ন স্তরে সুনামের সঙ্গে খেলেছেন। যার কথা বলা হচ্ছে, তিনি ননী লাল কর। বাংলাদেশ খো খো ফেডারেশনের কর্মকর্তা, ফুটবল রেফারি (পাইওনিয়ার, ২য় বিভাগ ও ৩য় বিভাগ), বাংলাদেশ স্কাউটের সংগঠক, সেগুনবাগিচা হাই স্কুলের সাবেক ক্রীড়া শিক্ষক ... অনেক পরিচয় তার। সেই ননী লাল কর আর নেই!
তিনি বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার নদ্দায় ছেলের বাসায় পরলোকগমন করেন। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাতে তাকে বাসাবো কালী মন্দির শ্মশানে দাহ করা হয়।
ননী লাল করের পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ খো খো ফেডারেশন ও সেগুন বাগিচা হাই স্কুল। সেই সঙ্গে তার আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
রুমেল/আবীর