ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বার্সেলোনাকে ফাইনালে তুলে নায়ক তোরেস

প্রকাশিত: ১৩:২৫, ৩ এপ্রিল ২০২৫

বার্সেলোনাকে ফাইনালে তুলে নায়ক তোরেস

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোলের পর তোরেস-ইয়ামালদের উদযাপন

স্প্যানিশ কোপা দেল'রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে কাতালান ক্লাবটি ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে। বার্সাকে ফাইনালে তুলে নায়কের ভূমিকা পালন করেছেন ফেরান তোরেস। কেননা, তার করা একমাত্র গোলেই যে দ্বিতীয় লেগে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে বার্সেলোনা।

আগামী ২৬শে এপ্রিল কোপা দেল'রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম সেমিফাইনালে কার্লো আনচেলত্তির দল সমষ্টিগত ভাবে ৫-৪ ব্যবধানে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এর ফলে কোপা দেল'রের ফাইনালে হতে যাচ্ছে অষ্টম এল ক্ল্যাসিকো।

২০২৫ সালে ইউরোপের শীর্ষ ৫ লীগের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত কোন ম্যাচে হারেনি বার্সেলোনা। সেইসঙ্গে চার শিরোপা জয়ের পথেও রয়েছে তারা। বার্সেলোনা ইতোমধ্যেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের নজীর গড়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টিকে থাকার পাশাপাশি স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলেও সবার উপরে অবস্থান করছে হ্যান্সি ফ্লিকের দল। বুধবার জায়গা করে নিল কোপা দেল'রের ফাইনালেও।

প্রথম লেগের ম্যাচটা ৪-৪ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে তাই এটা ছিল বার্সার জন্য অগ্নি পরিক্ষা। এই ম্যাচের ২৭ মিনিটেই স্প্যানিশ তরুণ লামিন ইয়ামালের সহায়তায় দুর্দান্ত এক গোল করে বার্সেলোনাকে ফাইনালে তুলেন ফেরান তোরেস। বার্সার জার্সিতে সর্বশেষ ৪ ম্যাচে এটা তোরেসের পঞ্চম গোল। মোস্তফা

মোস্তফা/আশিক

×