
.
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারে এবার অনেক এগিয়ে লিভারপুল। ২৯ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার উপরে অবস্থান করছে অলরেডরা। তবে হাল ছাড়ছে না তাদের পরেই থাকা আর্সেনাল। মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষেও ২-১ গোলে জয় তুলে নিয়েছে মাইকেল আর্তেতার দল। ফলে ৩০ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে গানাররা। আর্সেনালের জয়ের দিনে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে এদিন তারা ১-০ গোলে হার নিয়ে বাড়ি ফিরেছে। ফলে ৩০ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের ১৩ নম্বরে রয়েছে রোবেন আমোরিমের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার নিজেদের মাঠে ফুলহ্যামকে স্বাগত জানায় আর্সেনাল। নিজেদের সমর্থকদের সামনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে মাইকেল আর্তেতার দল। ৩৭ মিনিটেই এনওয়ারির পাস থেকে গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান মারিনো। দ্বিতীয়ার্ধে চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই গোলের দেখা পান বুকায়ো সাকা। ৭৩ মিনিটে মার্টিনেলির ক্রস থেকে হেড করে জাল কাঁপান এই ইংলিশ উইঙ্গার। যদিওবা শেষ মুহূর্তে ফুলহ্যামের হয়ে সান্ত¦নার এক গোল শোধ করেন মুনোজ। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।
এদিকে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই এলেঙ্গার গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এর পর আর গোল না হলে ১-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা। এর ফলে ১৯৯১-৯২ মৌসুমের পর প্রথমবারের মতো এক আসরে ইউনাইটেডের বিপক্ষে দুইবারই জয়ের স্বাদ পেল নটিংহ্যাম।