ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

স্প্যানিশ কোপা দেল’রে

৮ গোলের রোমাঞ্চ শেষে ফাইনালে রিয়াল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:০৯, ২ এপ্রিল ২০২৫

৮ গোলের রোমাঞ্চ শেষে ফাইনালে রিয়াল

.

রিয়াল মাদ্রিদের গোটা ইতিহাসের গল্পটাই এমন। পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ফিরে আসাটাকে একেবারে নিয়মিত রীতিতে পরিণত করে ফেলেছে স্প্যানিশ জায়ান্টরা। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেই চিত্রনাট্য দেখা গেল আরও একবার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার দ্বিতীয় লেগে লস ব্ল্যাঙ্কোসদের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৪-৩ ব্যবধানে এগিয়েছিল রিয়াল সোসিয়েদাদ। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়েই গোল করে রিয়ালকে ৪-৪ ব্যবধানে সমতায় ফেরান অ্যান্টনিও রুডিগার। আর তাতেই সমষ্ঠিগতভাবে রিয়াল সোসিয়েদাদকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ।
সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ছিল রিয়াল সোসিয়েদাদের মাঠে।  মঙ্গলবার ফিরতি লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেয় রিয়াল সোসিয়েদাদকে। দ্বিতীয় লেগের শুরুতেই প্রথম এগিয়ে যায় সফরকারী দল। প্রথমার্ধের ১৬ মিনিটে বাররেনেচিয়াার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে ম্যাচের ৩০ মিনিটেই সমতায় ফিরে স্বাগতিক শিবির। এর পেছনে ভূমিকা রাখেন দুই ব্রাজিলিয়ান। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ থ্রু পাস ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান রিয়ালের তরুণ ফরোয়ার্ড এনড্রিক। ফলে সমতায় থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ডেভিড আলবার পায়ে লেগে আত্মঘাতী গোল হলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ৮০ মিনিটে আরও এক গোল হজম করে বসে রিয়াল। সোসিয়েদাদের হয়ে এবার গোলটি করেন মাইকেল ওয়ারাজবাল। এরপর সবাই যখন সোসিয়েদাদের ফাইনালে ওঠার অপেক্ষায়, তখনই অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। মাত্র চার মিনিটের ব্যবধানেই দুই গোল করে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের ৮২ মিনিটে সেই ভিনির অ্যাসিস্ট থেকেই গোল করেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। আর তার চার মিনিট পরই রড্রিগোর সহায়তায় গোল করেন চুয়ামেনি। তবে ম্যাচের নাটকীয়তা তখনও শেষ হয়নি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে দুর্দান্ত হেডে বল রিয়ালের জালে জড়িয়ে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যান ওয়ারাজাবাল। আর অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটে অ্যান্টনি রুডিগার অসাধারণ এক গোল করে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। এরপর আর গোল না হলে সফরকারী সমর্থকদের হৃদয় ভেঙে চুরমার করে কোপা দেল’রের ফাইনালে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।

×