
ছবি: ঋষভ পন্থ
গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ২৭ কোটি রুপিতে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে নাম লিখিয়ে ইতিহাস গড়েছিলেনি ঋষভ পন্থ। আইপিএল ইতিহাসের রেকর্ড সর্ব্বোচ্চ দামে ক্রেজি এই উইকেটরক্ষক-ব্যাটারকে দলে ভিড়িয়ে ১৮তম আসরের জন্য অধিনায়ক করে ফ্রাঞ্চাইজিটি।
সর্বশেষ লাক্ষ্ণৌতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ বলে ২ রান করে আউট হন পন্থ। এর আগে প্রথম দুই ম্যাচে ৬ বলে শূন্য ও ১৫ বলে ১৫। তিন ম্যাচে ২৬ বলে রান ১৭, গড় স্রেফ ৫.৬৬।
প্রথম ওভারেই মিচেল মার্শকে হারায় লাক্ষ্ণৌ। চতুর্থ ওভারে আরেক ওপেনার এইডেন মার্করামের বিদায়ের পর চার নম্বরে উইকেটে যান পন্থ। প্রথম বলে তিনি নেন ১ রান। পরের ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিনে প্রথম বলে তিনি কোনো রান নিতে পারেননি। পরের বলে নেন ১ রান। তৃতীয় বলে সিঙ্গেল রান নিয়ে তাকে স্ট্রাইক দেন নিকোলাস পুরান।
এবার লেগ স্টাম্পের বাইরে অতি নিরীহ এক বলে সুইপ করে শর্ট ফাইন লেগে ধরা পড়েন পন্থ। আইপিএলে চার ইনিংসে ম্যাক্সওয়েলের বোলিংয়ের মুখোমুখি হয়ে তিনবার আউট হলেন পন্থ। এই সময়ে ১৬ বলে তিনি করছেন মাত্র ১২ রান।
জেদ্দায় মেগা নিলামের প্রথম দিনে প্রথম ঝড়টা উঠেছিল শ্রেয়াস আইয়ারকে নিয়েও। এই ভারতীয় ব্যাটসম্যানকে ২৬ কোটি ৭৫ রান রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। কিছুক্ষণ পরই সেটি ভেঙে দিয়েছিলেন পন্থ।
তার আগে পর্যন্ত ২০২৩-এর নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেটিকেই ছাড়িয়ে রেকর্ড গড়েন আইয়ার ও পন্থ।
মিরাজ/রাকিব