ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ডোরিভালের ব্রাজিল অধ্যায় সমাপ্তি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৫, ৩০ মার্চ ২০২৫

ডোরিভালের ব্রাজিল অধ্যায় সমাপ্তি

ডোরিভাল

আরও আগে থেকেই গুঞ্জন চলছিল। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ব্রাজিলের লজ্জাজনক পরাজয়ের পর সেই গুঞ্জন তো প্রায় নিশ্চিতই হয়ে যায়; যে কোনো মুহূর্তেই বরখাস্ত হতে যাচ্ছেন ডোরিভাল জুনিয়র। অবশেষে শুক্রবার রাতেই চলে আসে আনুষ্ঠানিক ঘোষণা। বাজে পারফরমেন্সের কারণেই ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 
ফলে ব্যর্থতার দায় নিয়ে বিশ্বকাপের প্রায় ১৪ মাস আগেই ছাঁটাই হয়েছেন ডোরিভাল। এর মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিল দলে তার প্রায় ১৪ মাসের অধ্যায়ও। ২০২২ সালের কাতার বিশ্বকাপের  কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল সেলেসাওরা। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরই দায়িত্ব ছাড়েন সেই সময়ের কোচ তিতে।  এরপর অনেক নাটকীয়তার জন্ম দিয়েই নেইমার-ভিনিসিয়াসদের কোচ হিসেবে আবির্ভূত হন ডোরিভাল।

বদলের প্রত্যয় নিয়ে শুরু করা  ডোরিভালের শুরুটা বেশ ভালোই ছিল। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই ভালো খুব বেশিদিন ধরে রাখতে পারেননি সেলেসাওদের কোচ হিসেবে। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন পারফরমেন্সের পর ব্রাজিল কোচের বিদায়টা অবশ্যম্ভাবী ছিল। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল।
কোচ হিসেবে তার অধীনে মাত্র ১৬ ম্যাচেই অতীত হয়ে গেল ব্রাজিলিয়ান ফুটবলের ডোরিভাল যুগ। তার অধীন ৭টি ম্যাচে জিতেছে ব্রাজিল, হেরেছে ২টি, ড্র ৭ ম্যাচে। ডোরিভালের বিদায়ের পর এখন ব্রাজিলের চোখ সেই কার্লো আনচেলত্তির দিকে। বিকল্প হিসেবে হোর্হে জেসুস ও ফিলিপে লুইসও আছেন ডোরিভালের উত্তরসূরি হিসেবে।

আনচেলত্তির আলোচনাটা অবশ্য নতুন কিছু নয়। সেই কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের এই কোচ। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছে।

×