
চ্যাপম্যান
অকল্যান্ডে তৃতীয় টি২০ ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের বিধ্বংসী সেঞ্চুরিতে হাসান নওয়াজ যেদিন রেকর্ড বই নাড়িয়ে দিয়েছিলেন, অনেকেই বলছিলেন, পাকিস্তান ক্রিকেটে প্রতিভার অভাব নেই। শুধু পাকিস্তানে কেন পাকিরা যে ভিন দেশের জার্সিতেও কম যান না মঈন আলি, আদিল রশিদ, উসমান খাজার মতো তারাকা তার বড় উদাহরণ।
এবার নিউজিল্যান্ডের হয়ে টি২০ অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ড (২৫ বলে ৫০) গড়লেন পাকিস্তানি বংশোদ্ভূত মুহাম্মদ আব্বাস (২৬ বলে ৫২), তাও আবার জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে! সঙ্গে মার্ক চ্যাপম্যানের অনবদ্য সেঞ্চুরির সৌজন্যে শনিবার নেপিয়ারে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে ৩৪৪ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। এরপর ৪৪.১ ওভারে পাকিস্তানকে ২৭১ রানে গুটিয়ে দিয়ে ৭৩ রানের জয় তুলে নেয় কিউইরা। ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হংকংয়ে জন্ম নেওয়া চ্যাপম্যান! হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচ বুধবার।
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম পছন্দেও বেশ কয়েক জন ক্রিকেটার এই সিরিজে নেই আইপিএলে খেলা ও অন্যান্য কারণে। মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে দ্বিতীয় সারির দল নিয়েও টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয়ের পর ওয়ানডেতে দারুণ শুরু করল কিউইরা। বড় লক্ষ্য তাড়ায় পাকিস্তান এক পর্যায়ে কিছুটা লড়াইয়ে থাকলেও পরে রান রেটের চাপের সঙ্গে পেরে ওঠেনি।
মোহাম্মাদ রিজওয়ানের দল শেষ ৭ উইকেট হারায় ২২ রানের মধ্যে। ৩ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে পৌনে তিনশ’র আগেই গুটিয়ে যায় ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা। সর্বোচ্চ ৭৮ রান করেছেন বাবর আজম, সালমান আগা ৫৮, অধিনায়ক রিজওয়ান ৩০। কিউইদের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার নাথান স্মিথ। ম্যাচে কীর্তি আর গল্পের পুরোটাই অবশ্য আব্বাস ও চ্যাপম্যানকে ঘিরে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট পড়ে যাওয়া কিউইদের হয়ে চ্যাপম্যান ও মিচেল সময় নেন শুরুতে। উইকেট বুঝে ধরে ধীরে ইনিংস গড়ার পথ বেছে নেন তারা। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৭৫, চ্যাপম্যানের ৩৪ বলে ১৫। পরে ছড়ি ঘোরান দুই কিউই ব্যাটসম্যান। ৬৩ বলে ফিফটি করা চ্যাপম্যান সেঞ্চুরিতে পৌঁছে যান ৯৪ বলেই। ৭৪ বলে ফিফটি করার পর ঝড় তোলেন মিচেলও। জুটি থামে ১৭৪ বলে ১৯৯ রান তুলে। চারটি করে চার ও ছক্কায় ৮৪ বলে ৭৬ করেন মিচেল। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে চ্যাপম্যান থামেন ১৩ চার ও ৬ ছক্কায় ১৩২ রান করে।
ছয় নম্বরে নেমে ৩ চার ও ৩ ছক্কায় ২৫ বলে হাফ সেঞ্চুরিতে পা-রাখার পর ২৬ বলে ৫২ রানে থামেন আলোচিত আব্বাস। ওয়ানডে অভিষেকে যা দ্রুততম ফিফটির রেকর্ড। আগের রেকর্ডটি যৌথভাবে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আলিক আথানেজের।
দুজনই ফিফটি করেছিলেন ২৬ বলে। ডানহাতি ব্যাটসম্যান হলেও আব্বাস বাঁহাতি পেস বোলার। ২১ বছর বয়সী অলরাউন্ডার নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি সেঞ্চুরি করেছেন, গত মাসেই সেই ইনিংসে ওয়েলিংটনের হয়ে ১০৪ রানের ইনিংস খেলেছেন ১২০ বলে। সেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে ঝড় তুললেন। তার ক্যারিয়ার আর জীবনের গল্পও কম চমকপ্রদ নয়।
বাবা আজহার আব্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ২০০৪ সাল পর্যন্ত। কিন্তু জাতীয় দলে খেলা হয়নি। ছেলে আব্বাসের জন্ম লাহোরে, ২০০৩ সালে। বাবার বিশ্বাস, দারুণ এক অলরাউন্ডার হয়ে ওঠার সব রসদ মজুত আছে তার ছেলের ভেতর।