
বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরেই এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন হামজা। দেশে ফিরেই গতকালই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ফুটবলের এই তারকা।
অন্যদিকে হামজাকে হন্যে হয়ে খুঁজছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
আজ ঘরের মাঠে কভেন্ট্রিকে আমন্ত্রণ জানাবে শেফিল্ড। হামজা ওই ম্যাচে থাকবেন কিনা, এমন এক প্রশ্ন শুনেছেন ওয়াইল্ডার। নিশ্চিত করে বলেননি, হামজা আজকের ম্যাচে খেলবেন কিনা। একই সঙ্গে বাংলাদেশ দলে হামজার দারুণ খেলার জন্য প্রশংসাও করেছেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছাড়েন হামজা। জানা গেছে, বেলা পৌনে বারোটার দিকে ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা হন। তবে তিনি পৌঁছানোর আগেই সাংবাদিকদের সামনে আসেন ওয়াইল্ডার, প্রশ্ন শোনেন হামজাকে নিয়ে।
শেফিল্ড বস নিজেই জানেন না হামজা কোথায়, কেউ খোঁজ পেলে তাকে তড়িৎ জানানোর কথা বলেছেন, ‘আমি জানি না হামজা কোথায় আছে। যদি কেউ তাকে দেখে থাকেন, তাহলে আমাকে জানাবেন!’
উল্লেখ্য ভারতের বিপক্ষে ম্যাচটিতে হামজার পারফর্ম মনে ধরেছে ওয়াইল্ডারের।
ফুয়াদ