
ছবি: সংগৃহীত
বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করেছেন সাকিব আল হাসান। কঠিন সময়ে তার পাশে ছিলেন বন্ধু সিরাজুল্লাহ খাদেম।
তিনি জানান, দৃঢ় মানসিকতার কারণে সাকিব সবার থেকে আলাদা। টাইগার অলরাউন্ডারের ফিটনেস লেভেল দারুণ, যা তাকে অনায়াসে আরও চার থেকে পাঁচ বছর খেলা চালিয়ে যেতে সাহায্য করবে।
জাতীয় দলে অনিয়মিত থাকায় এবং বোলিং নিষেধাজ্ঞার কারণে চাপের মধ্যে ছিলেন সাকিব। বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোও ব্যাটসম্যান সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি। তবে নিষেধাজ্ঞার বোঝা নামাতে তিনি কঠোর পরিশ্রম করেছেন।
রোজা রেখেও প্রতিদিন চার ঘণ্টা করে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন সাকিব, ইংল্যান্ডের সারে কাউন্টি ক্লাবের মাঠে। সিরাজুল্লাহ বলেন, পরিশ্রম শুধু এই পরীক্ষার জন্য ছিল না, বরং সাকিব সবসময়ই পরিশ্রমী। সে জানত, পরীক্ষায় পাশ করতেই হবে। এটি ছিল অতিরিক্ত একটি প্রচেষ্টা। দুই দফা ব্যর্থতার পর অবশেষে তৃতীয়বারের চেষ্টায় বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল হন সাকিব।
পরবর্তীতে ব্যাটিং সাইটের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে সাকিব কখনো ব্যক্তিজীবনে সমালোচকদের কথায় কান দেননি। বর্তমানে বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সাকিব। ফিটনেস নিয়েও কাজ শুরু করেছেন তিনি।
শিলা ইসলাম