
বড় রোনাল্ডো
দক্ষিণ আমেরিকার ফুটবল থেকে বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা দূর করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপের শিরোপা জয় করা রোনাল্ডো নাজারিও। যাকে বলা হয়ে থাকে বড় রোনাল্ডো। মহাদেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল টাস্ক ফোর্স গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে তারা জানিয়েছে, এটির কাজ হবে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে নীতিমালা প্রণয়ন, প্রতিরোধ ও নিষেধাজ্ঞার প্রক্রিয়া প্রতিষ্ঠা করা। যেটা খেলাধুলার পাশাপাশি সমাজেও এই আচরণগুলো নির্মূলে ভূমিকা রাখবে।
রোনাল্ডো ছাড়াও টাস্ক ফোর্সে থাকছেন ফিফার সাবেক মহাসচিব ফাতমা সামৌরা ও আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও ফিফপ্রোর দক্ষিণ আমেরিকার প্রেসিডেন্ট সার্জেও মার্চি। সাফল্যম-িত ক্যারিয়ারে দুইবার বিশ্বকাপ জয় করেন রোনাল্ডো। ২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান তারকা এই ফরোয়ার্ড।
কিছুদিন আগে ব্রাজিলের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিনগেস বলেন, বর্ণবাদের কারণে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কোপা লিবের্তাদোরেস থেকে নাম প্রত্যাহার করে নিলে প্রতিযোগিতাটি ‘চিতাবিহীন টারজানের মতো’ হয়ে উঠবে। পরে এই মন্তব্যের জন?্য ক্ষমা চান তিনি। এরপরই বর্ণবাদবিরোধী টাস্ক ফোর্স গঠনের কাজ হাতে নেন তিনি। তার ডাকা নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও প্লেয়ার ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠকের পর এই নিয়োগ দেওয়া হয়েছে।