
বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কির গোলের উচ্ছ্বাস
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবারও মাঠে গড়িয়েছে ক্লাব ফুটবলের লড়াই। বৃহস্পতিবার মাঠে নেমেই সহজ জয় পেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় এদিন তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ওসাসুনাকে। কাতালানদের হয়ে গোল তিনটি করেছেন যথাক্রমে ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানডোস্কি।
এই জয়ের ফলে স্প্যানিশ লা লিগায় তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল। মৌসুমের প্রথম ২৮ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালান ক্লাবটি। সমানসংখ্যক ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যেখানে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সেলোনা বনাম ওসাসুনার এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত ৮ মার্চ। কিন্তু সেদিন এই ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান বার্সেলোনার প্রথম টিমের ডক্টর কার্লেস মিনারো গার্সিয়া। এরপরই এই ম্যাচ স্থগিত করা হয়। সেই ম্যাচের আয়োজন করা হয় বৃহস্পতিবার রাতে।
তবে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপরই হওয়ায় এ ম্যাচটি খেলতে অনীহা প্রকাশ করে বার্সেলোনা। কিন্তু নতুন করে সূচি নির্ধারণ করে ফেলার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি খেলতে হয় কাতালান ক্লাবটিকে। এমন ম্যাচে তাই লম্বা সফরের দখলে থাকা রাফিনহাকে স্কোয়াডেরই বাইরে রাখেন হ্যান্সি ফ্লিক।
তবে নিজেদের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অপ্রস্তুত থাকা বার্সেলোনা শেষ পর্যন্ত অনায়াসেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের ১১ মিনিটে আলেজান্দ্রো বালদের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ফেরান তোরেস। ২১ মিনিটে গোলরক্ষক সার্জিও হেরেরা ফাউল করে বসেন দানি ওলমোকে। স্পট কিক থেকে করা সেই শট রুখে দেন হেরেরা।
কিন্তু ম্যাচ রেফারি দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ দিলে আর মিস করেননি ওলমো। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে বদলি নেমে গোল করে ম্যাচের ব্যবধান ৩-০ করেন রবার্ট লেভানডোস্কি। চলতি মৌসুমে যা পোলিশ স্ট্রাইকারের লিগে সর্বোচ্চ ২৩ গোল। পরের সময়টাতে আর গোল না হলে ৩-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে সফরকারী ওসাসুনা।