ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

তামিমের ধূমপানের কথা প্রকাশ করে দুঃখ প্রকাশ করলেন দুই চিকিৎসক

প্রকাশিত: ২১:৩৬, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ২১:৩৭, ২৮ মার্চ ২০২৫

তামিমের ধূমপানের কথা প্রকাশ করে দুঃখ প্রকাশ করলেন দুই চিকিৎসক

ছবি: সংগৃহীত

দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের ধূমপানের প্রসঙ্গ সংবাদ সম্মেলনে তুলে এনে সমালোচনার মুখে পড়েছেন এভারকেয়ার হাসপাতালের দুই সিনিয়র চিকিৎসক। এ ঘটনায় তৈরি হওয়া বিতর্কের পর শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ করেছেন অধ্যাপক সাহাবউদ্দীন তালুকদার ও মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান।

তারা জানান, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তামিমের শারীরিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তার ধূমপানের প্রসঙ্গ চলে আসে, যা অনেকের কাছে অপেশাদার আচরণ হিসেবে প্রতীয়মান হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুজনই দুঃখপ্রকাশ করেন এবং তামিমসহ তার পরিবার ও ভক্তদের কাছে ক্ষমা চান।

অধ্যাপক সাহাবউদ্দীন তালুকদার বলেন, "ধূমপান হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা বোঝাতে গিয়ে ভুলবশত তামিমের প্রসঙ্গ চলে আসে। এটি অনিচ্ছাকৃত ছিল এবং এ জন্য আমি দুঃখিত।"

এভারকেয়ার মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান বলেন, "আমরা বুঝতে পেরেছি, এই প্রসঙ্গ সামনে আসায় তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিজীবন, পারিবারিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে দেশজুড়ে তামিমের ভক্তরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং তামিম ভাই ও তার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।"

তবে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, তামিমের চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, বরং তার দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থতার পথে আছেন এবং চিকিৎসকদের পরামর্শে ৭২ ঘণ্টা হাসপাতালে থাকার পর শুক্রবার বনানীর বাসায় ফিরেছেন।

তামিম ইকবালের অসুস্থতা ও চিকিৎসা নিয়ে ক্রীড়ামহলে ব্যাপক আলোচনা চললেও, চিকিৎসকদের এই অনাকাঙ্ক্ষিত মন্তব্য নিয়ে দেশজুড়ে অসন্তোষ তৈরি হয়। অবশেষে ২৪ ঘণ্টার মধ্যেই তারা নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।

ভিডিও দেখুন: https://www.facebook.com/reel/1384169719253876

এম.কে.

×