ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আইপিএলে ভাড়া করে মাঠে আনলেন ভক্ত! করালেন পা স্পর্শ

প্রকাশিত: ১৬:২৭, ২৮ মার্চ ২০২৫

আইপিএলে ভাড়া করে মাঠে আনলেন ভক্ত! করালেন পা স্পর্শ

ছবি: সংগৃহীত

গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে নিরাপত্তা ভেঙে হুটকরে মাঠে ঢুকে পরলো ভক্ত,লুটিয়ে পরলো আইপিএল রাজস্থানের হয়ে খেলা ভারতীয় রিয়ান পরাগের পায়ে। আর তাতেই প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে, কত টাকার বিনিময়ে নাটক সাজিয়েছে রাজস্থানের কাপ্তান। নিজেকে আলোচনায় রাখতে মাঠে ভাড়া করে আনেন ভক্ত এমন প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে।

এমন গুরুতর অভিযোগের পিছনে নেটিজেনরা বলছেন, ক্রিকেটে এখনও বলার মতো কিছুই অর্জন করেননি রিয়ান কিন্তু কিছু ফ্যান তাকে ভগবান বানিয়ে ফেলেছে। মাঠে এসে পা ছোঁয়া পুরোটাই নাটক দাবি নেটিজেনদের।

কেউ কেউ বলছেন রিয়ান ১০ হাজার টাকা খরচ করেছে এ কাজের পিছনে। যদিও সবাই এই মতের সাথে এক নন । রিয়ানকেই অনেকে হিরো মানছেন এবং দাবি করছেন তিনি কখনই এমন কাজ করতে পারেন না।

যুক্তি হিসেবে অনেকে বলছেন,রিয়ান আসামের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলছেন। ফলে নিজের রাজ্যে, তিনি অনেকের কাছে হিরো। তাই মাঠে ভক্তের এমন পাগলামী হওয়াটা স্বাভাবিক।

সবথেকে বড় ব্যাপার নিজ রাজ্যের হোম গ্রাউন্ডে ম্যাচ ছিল তার,সেখানে তার ফ্যান থাকবেই। তাই রিয়ানের পা ছোঁয়াকে হাসির কিছু দেখছেন না অনেকেই। যদিও এ বিষয়ে কিছুই বলেন নি ভারতীয় এই অলরাউন্ডার।

মেহেদী হাসান

×