
এভাবেই বারবার মাথা নত করতে হচ্ছে ব্রাজিল ফুটবল দলকে
বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দেশ ব্রাজিল। শৈল্পিক ফুটবলের দেশ হিসেবে একটা সময় ব্যাপক সুনাম ছিল সেলেসাওদের। পাঁচবার বিশ্বকাপ জিতে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল পেলে-রোনাল্ডো-কাকারা। তবে ব্রাজিলের সেই নাম-যশ-খ্যাতি এখন যেন কেবলই স্মৃতি। কেননা, ২০০২ সালে যে শেষবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল সেলেসাওরা।
এরপর কেটে গেছে দীর্ঘ ২৩ বছর। এই সময়ে শিরোপা জয় তো দূরের কথা ফাইনালেই খেলতে পারেনি ব্রাজিল। শুধু তাই নয়? ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও সেলেসাওদের দৈন্যদশা! সর্বশেষ বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে লজ্জাজনকভাবে হেরে যায় ভিনিসিয়াস-রদ্রিগো-রাফিনহারা।
বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে পরাজয়ের লজ্জা। এর আগে সেলেসাওদের খারাপ ফলাফল ছিল ২০০০ বিশ্বকাপ বাছাইয়ে। সেবার চিলির কাছে ৩-০ গোলে হারটাই ছিল সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা। কিন্তু বুধবার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম দল হিসেবে ব্রাজিলের জালে চার গোল করল আর্জেন্টিনা। এমন হারের পর গোটা দুনিয়া জুড়েই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্রাজিলের এমন বাজে পারফর্মেন্স নিয়ে চলছে তীব্র সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাইপর্বে ইতোমধ্যেই ১৪ ম্যাচ খেলেছে ব্রাজিল। অথচ, জয় পেয়েছে মাত্র ৬টিতে! এই সময়ে ৩টিতে ড্র করা ডোরিভাল জুনিয়রের দল ৫টিতেই হেরেছে। ২১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের চার নম্বরে অবস্থান করছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপে ছয়টি দল খেলবে সরাসরি।
সমান ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। বাকি ম্যাচগুলোতে বড় ধরনের কোন অঘটন না ঘটলে ব্রাজিলের টিকিট কাটাতেও খুব সমস্যা হবে না।
তবে ব্রাজিলের এই মুহূর্তে চলমান সংকট কাটিয়ে ওঠার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হারের পর ডোরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের কথা ভাবছে ব্রাজিল ফুটবল ফেডারেশন! হ্যাঁ, দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো-ই এমন খবর দিয়েছে। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজের সঙ্গে কোচের সম্পর্কেরও অবনতি ঘটেছে।
ও গ্লোবো তাদের প্রতিবেদনে লিখেছে, ব্রাজিলের ড্রেসিংরুমের অবস্থাও খুব একটা সুখকর নয়। কোচের ওপর যে চাপ আসছে, সেটা সকলেই জানেন। ডোরিভালও তা টের পাচ্ছেন। দায়িত্বে নিরাপদ বোধ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে ডোরিভাল অবশ্য জানিয়েছেন যে, ‘এসব আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে।’ এক বছরেরও বেশি সময় আগে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডোরিভাল জুনিয়র। তার অধীনে ১৬টি ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে মাত্র ৭টিতে।
এমন পরিস্থিতিতে তার উত্তরসূরিও খুঁজতে শুরু করেছে সেলেসাওরা। তবে এই মুহূর্তে ব্রাজিলের কোচ হিসেবে আবারও আলোচনায় সেই কার্লো আনেচেলত্তির নামটাই। দুই বছর আগেই বার্তা সংস্থা এএফপি যাকে ব্রাজিলের কোচ হিসেবে নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছিল। তবে সেই সম্ভাবনা আনচেলত্তি উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদেরই দায়িত্ব নেন। তবে ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আনচেলত্তি।