ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

পিএসএলে খেলবেন তিন টাইগার লিটন, নাহিদ ও রিশাদ – ছাড়পত্র দিল বিসিবি

প্রকাশিত: ১৯:১৭, ২৭ মার্চ ২০২৫

পিএসএলে খেলবেন তিন টাইগার লিটন, নাহিদ ও রিশাদ – ছাড়পত্র দিল বিসিবি

ছবি: সংগৃহীত

 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটার লিটন কুমার দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এদের মধ্যে নাহিদ রানা পেয়েছেন আংশিক ছাড়পত্র, আর লিটন ও রিশাদ পাচ্ছেন পুরো টুর্নামেন্টে খেলার অনুমতি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ২৪ মার্চ তিনজনই ছাড়পত্র পেয়েছেন। পিএসএলে লিটন খেলবেন করাচি কিংসের হয়ে, রিশাদ লাহোর কালান্দার্সে এবং নাহিদ মাঠে নামবেন পেশোয়ার জালমির হয়ে।

এ বছর পিএসএল অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। এ সময় ঢাকায় প্রিমিয়ার লিগ চললেও লিটন ও রিশাদ দেশের ঘরোয়া লিগের বদলে পিএসএলেই খেলবেন। লিটন গুলশান ক্লাব এবং রিশাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা লিগে খেলে থাকেন, দুই ক্লাব থেকেই ছাড়পত্র পেয়েছেন তারা।

নাহিদ রানা ২৬ এপ্রিল পেশোয়ার জালমিতে যোগ দেবেন, কারণ ২০ থেকে ২৪ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন তিনি। এই টুর্নামেন্টটি হবে নাহিদের প্রথম বৈশ্বিক টি২০ ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা।
 

কানন

×