
ছবি: সংগৃহীত
এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, যদি তিনি দুটি বিশ্বকাপ পরপর জিতেন, তবে তিনি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেবেন।
মার্টিনেজ বিপ্লে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২২ বিশ্বকাপ ফাইনালে কোলো মুয়ানির শট সেভ করার অভিজ্ঞতা এবং খেলোয়াড় হিসেবে নিজেকে আরও উন্নত করার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। একই সাক্ষাৎকারে তিনি আর্জেন্টিনা যদি পরপর দুটি বিশ্বকাপ জিততে পারে, সে বিষয়ে নিজের ভাবনা শেয়ার করেন। তিনি বলেন:
“যদি আমরা পরপর দুটি (বিশ্বকাপ) জিতি, তাহলে আমি আর খেলব না, আমি জাতীয় দল থেকে অবসর নেব। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, দুটি বিশ্বকাপ জয়ের অনুভূতি সম্পর্কে:
“এমন কিছু আর কখনো ঘটবে না। আমরা সবাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্ত দেখেছি। আমি এই মুহূর্তটি কখনও দেখিনি, জন্মের পর থেকে। সাত বছরের একটি শিশু এখন জানে সে কী অভিজ্ঞতা অর্জন করেছে। তুমি খুশি হবে এবং উদযাপন করবে, তবে আগের মতো নয়।”
বিশ্বকাপ বিজয়ী মার্টিনেজ ২০২২ বিশ্বকাপ ফাইনালের আগে তার প্রস্তুতি কী ছিল, সেটাও প্রকাশ করেন:
“বিশ্বকাপ ফাইনালের আগে, ফ্রান্সের সঙ্গে ম্যাচ খেলার আগে আমি বন্ধুদের সঙ্গে 'কল অব ডিউটি' খেলছিলাম, স্ন্যাকস খাওয়ার সময় থেকে টেকনিক্যাল ব্রিফিং শুরু হওয়া পর্যন্ত।”
সূত্র: https://mundoalbiceleste.com/2025/03/26/emiliano-martinez-if-we-win-two-in-a-row-thats-it-im-retiring-from-the-national-team/#:~:text=Emiliano%20Mart%C3%ADnez%20has%20stated%20that,to%20improve%20as%20a%20player.
আবীর