ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ম্যারাডোনার সাবেক নিরাপত্তারক্ষী আটক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২০, ২৭ মার্চ ২০২৫

ম্যারাডোনার সাবেক নিরাপত্তারক্ষী আটক

ডিয়েগো ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে নিজ ঘরের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি মস্তিষ্কের অস্ত্রোপচারের পরে বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। তার মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয় বিশ্বজুড়ে।

এরপর তার চিকিৎসকসহ আটজনের বিরুদ্ধে হত্যাকা-ের অভিযোগ ওঠে। পরে ওই আট চিকিৎসক আদালতে হাজির হয়ে নিজেদেরকে নিরপরাধ দাবি করেন। তখন প্রসিকিউটররা ম্যারাডোনাকে ‘অবহেলা’ ও চিকিৎসায় ‘ঘাটতি’র অভিযোগ তোলেন।
এতদিন ম্যারাডোনার চিকিৎসক দলের ৭ সদস্যকে বিচারপ্রক্রিয়ায় মুখোমুখি করা হয়েছিল। এবার নতুন করে গ্রেপ্তার করা হয়েছে তার নিরাপত্তার দায়িত্বে থাকা জুলিও সিজার কোরিয়াকে। প্রসিকিউটর প্যাট্রিসিও ফেরারির অভিযোগÑমিথ্যা সাক্ষ্য দিয়েছেন জুলিও সিজার এবং তার দেওয়া তথ্যে গরমিল রয়েছে।
পাবলিক প্রসিকিউটর অফিসের আবেদনের ভিত্তিতে বিচারক ‘মিথ্যা সাক্ষ্য দেওয়ার’ অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেন। পরে আদালত থেকেই জুলিও সিজারকে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নেওয়া হয়। 
অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদ- হতে পারে জুলিওর।

×