ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কিউই ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৯, ২৭ মার্চ ২০২৫

কিউই ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান

পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের মীমাংসা আগের ম্যাচেই করে ফেলেছিল নিউজিল্যান্ড। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে শেষটাকে কেবলই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত করে ফেলেছিল ব্ল্যাক ক্যাপসরা। বুধবার শেষ ম্যাচেও জ্বলে উঠল কিউরা। ওয়েলিংটনে এদিন পঞ্চম টি২০ ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে পাকিস্তানকে। সেইসঙ্গে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক শিবির।

আগে ব্যাট করে জিমি নিশামের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে মাত্র ১০ ওভারেই এই পুঁজি তুলে নেয় নিউজিল্যান্ড। ৬০ বল আগে ম্যাচ শেষ করতে মাত্র ৩৮ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন  সেইফার্ট। কিউইদের নায়ক নিশাম ৪ ওভার বল করে ২২ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন। 
টস জিতে এদিন পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। তবে শুরু থেকেই নিষ্প্রভ পাকিস্তানের ব্যাটাররা। রানের খাতা খুলার আগেই ওপেনার হাসান নেওয়াজকে ফেরান জ্যাকব ডাফি। এরপর বেন সিয়ার্স তুলে নেন মোহাম্মদ হ্যারিসকেও (১১)। ওমর ইউসুফ ৭ রানে ডাফির শিকারে পরিণত হন। মাঝের দিকে দারুণ মিডিয়ামের পেসে একের পর এক ছোবল হানেন জেমি নিশাম।

মূলত তার বোলিং তোপেই ৯ উইকেটে ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক সালমান আঘা ৩৯ বলে সর্বোচ্চ ৫১ করে দলকে কেবল তিন অঙ্ক পার করাতে পেরেছেন। পাকিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন সাদাব খান।
পাকিস্তানের ছুড়ে দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ফিন অ্যালেনকে নিয়ে শুরু থেকেই ঝড় তুলেন টিম সেইফার্ট। উদ্বোধনী জুটিতেই ৩৮ বলে ৯৩ রান করেন তারা। ১২ বলে ২৭ করে অ্যালেন ফেরার পর মার্ক চাপম্যানও (৩) সাজঘরে ফিরে যান দ্রুত। তবে তাতে অবশ্য ম্যাচে কোন প্রভাব পড়েনি।

শেষ পর্যন্ত সেইফার্ট ৩৮ বলে ৬টি চার ও ১০টি ছক্কায় ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকেই যে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আরেকপাশে ২রানে অপরাজিত ছিলেন ড্যারিল মিচেল।  ৫ উইকেট নিয়ে জেমি নিশাম ম্যাচসেরা আর সিরিজসেরার পুরস্কার জেতেন টিম সেইফার্ট।

×